ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সিআরআইয়ের ব্যাংকে ৩৫ কোটি টাকার এফডিআর পেয়েছে দুদক

  • আপডেট সময় : ০৮:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ ক্ষতি করার অভিযোগে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় সংস্থার অফিসটি বন্ধ পাওয়া গেছে। তবে সিআরআই’র নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআরের সন্ধান পেয়েছে দুদক।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির অফিসটিতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, ঠিকানা অনুযায়ী সরেজমিন গিয়ে অফিসটি বন্ধ পাওয়া যায়।

আক্তার হোসেন জানান, সিআরআই নামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসেবে সায়মা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসেবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নাম উল্লেখ রয়েছে। অভিযানের সময় অফিসটি বন্ধ পাওয়া যায়। যে কারণে প্রতিষ্ঠানটির যেসব ব্যাংকে হিসাব চালু ছিল, সেসব ব্যাংক অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করা হয়।

দুদকের এই মহাপরিচালক আরও বলেন, অভিযানে জানা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআইর নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর রয়েছে। এ ছাড়া সোনালী ব্যাংকে সিআরআই’র লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযানের নথিপত্র এবং ব্যাংক হিসাবগুলোর লেনদেনের তথ্য বিস্তারিত বিশ্লেষণ করে কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাকায় কাউন্টার থেকে চলবে ২১ কোম্পানির গোলাপী বাস

সিআরআইয়ের ব্যাংকে ৩৫ কোটি টাকার এফডিআর পেয়েছে দুদক

আপডেট সময় : ০৮:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ ক্ষতি করার অভিযোগে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় সংস্থার অফিসটি বন্ধ পাওয়া গেছে। তবে সিআরআই’র নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআরের সন্ধান পেয়েছে দুদক।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির অফিসটিতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, ঠিকানা অনুযায়ী সরেজমিন গিয়ে অফিসটি বন্ধ পাওয়া যায়।

আক্তার হোসেন জানান, সিআরআই নামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসেবে সায়মা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসেবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নাম উল্লেখ রয়েছে। অভিযানের সময় অফিসটি বন্ধ পাওয়া যায়। যে কারণে প্রতিষ্ঠানটির যেসব ব্যাংকে হিসাব চালু ছিল, সেসব ব্যাংক অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করা হয়।

দুদকের এই মহাপরিচালক আরও বলেন, অভিযানে জানা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআইর নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর রয়েছে। এ ছাড়া সোনালী ব্যাংকে সিআরআই’র লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযানের নথিপত্র এবং ব্যাংক হিসাবগুলোর লেনদেনের তথ্য বিস্তারিত বিশ্লেষণ করে কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে।