ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাতকারী পলাতক ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • আপডেট সময় : ০৮:৩৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

সিলেট সংবাদদাতা: সিলেটে সিআইডির এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সাইবার মামলার আসামি ছাত্রলীগ নেতা রহিম উদ্দিন রাজু (৩৩) পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর মজুমদারি এলাকার সৈয়দ বাড়ীর একটি মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজু সিলেটের কানাইঘাট উপজেলার পশ্চিম কোনাগ্রামের রফিক উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি নগরীর টিলাগড় শাপলাবাগ এলাকায় বসবাস করতেন। তিনি নিজেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

মঙ্গলবার সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি ড. মো. আল মামুনুল আনসারী জানান, রহিম উদ্দিন রাজু সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলার পলাতক আসামি ছিলেন। সোমবার রাত ৯টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির খোরশেদ আলম সাগরদিঘীরপাড় এলাকায় তাকে গ্রেফতার করতে গেলে তিনি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে খোরশেদ আলমের বাম বগলের নিচে প্রায় তিন ইঞ্চি গভীর ক্ষত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা শেষে বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, কোতোয়ালী থানা ও এয়ারপোর্ট থানাপুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মজুমদারি এলাকা থেকে রাজুকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়, যেখানে তার পরিচয় হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য লেখা রয়েছে।

সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, রহিম উদ্দিন রাজুর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ৬টি মামলা রয়েছে।

ওআ/আপ্র/০৯/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি আইন প্রণয়নে গোপনীয়তার আশ্রয় নিয়েছে অন্তর্বর্তী সরকার

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাতকারী পলাতক ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

সিলেট সংবাদদাতা: সিলেটে সিআইডির এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সাইবার মামলার আসামি ছাত্রলীগ নেতা রহিম উদ্দিন রাজু (৩৩) পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর মজুমদারি এলাকার সৈয়দ বাড়ীর একটি মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজু সিলেটের কানাইঘাট উপজেলার পশ্চিম কোনাগ্রামের রফিক উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি নগরীর টিলাগড় শাপলাবাগ এলাকায় বসবাস করতেন। তিনি নিজেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

মঙ্গলবার সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি ড. মো. আল মামুনুল আনসারী জানান, রহিম উদ্দিন রাজু সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলার পলাতক আসামি ছিলেন। সোমবার রাত ৯টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির খোরশেদ আলম সাগরদিঘীরপাড় এলাকায় তাকে গ্রেফতার করতে গেলে তিনি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে খোরশেদ আলমের বাম বগলের নিচে প্রায় তিন ইঞ্চি গভীর ক্ষত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা শেষে বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, কোতোয়ালী থানা ও এয়ারপোর্ট থানাপুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মজুমদারি এলাকা থেকে রাজুকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়, যেখানে তার পরিচয় হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য লেখা রয়েছে।

সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, রহিম উদ্দিন রাজুর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ৬টি মামলা রয়েছে।

ওআ/আপ্র/০৯/১২/২০২৫