বিনোদন ডেস্ক: কদিন আগেই প্রকাশ্যে এসেছে বলিউডের পুলিশি অ্যাকশন সিনেমার অন্যতম প্রবর্তক পরিচালক রোহিত শেঠির আসন্ন ছবি ‘সিংহাম এগেইন’এর দু’দুটি চরিত্রের লুক। যার একটি ছিল শক্তি শেঠি রূপে দীপিকা পাডুকোন এবং অপরটি সিম্বা রূপে রণবীর সিং। সেই রেশ কাটতে না কাটতেই এবার পরিচালক রোহিত শেঠি প্রকাশ্যে আনলেন আসন্ন ছবিটির আরেক চরিত্র ‘সূর্যবংশী’কে। যে রূপে দেখা মিললো বরাবরের মতই অক্ষয় কুমারের। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ‘সিংহাম এগেইন’এ অক্ষয়ের লুকটি প্রকাশ্যে এনে এর ক্যাপশনে রোহিত শেঠি লেখেন যে, ‘সিংহাম এগেইন’ এ আমরা শুধু তাই করছি যা আমাদের ভক্তরা চায়। অক্ষয় কুমার ও একটি হেলিকপ্টার। তিনি আরও লেখেন, “আজ ‘সূর্যবংশী’ সিনেমার দুই বছর পূর্তি। আর ‘সূর্যবংশী’ সিনেমার বিশেষ এই দিনেই বীর সূর্যবংশী ‘সিংহাম এগেইন’ সিনেমার সাথে যোগদান করছেন।” অজয় দেবগণ অভিনীত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সিংহাম’ এর প্রথম পার্ট মুক্তি পায় ২০১১ সালে। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহাম রিটার্নস’। এ ফ্র্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহাম’ চরিত্রে অভিনয় করে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন অজয়। এবার নির্মিত হচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। যেখানেও প্রধান চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে। সেই সঙ্গে আরও দেখা যাবে রণবীর সিং, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন ও কারিনা কাপুর খানকে। সব কিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।
‘সিংহাম এগেইন’ এ ‘সূর্যবংশী’ হয়ে ফিরছেন অক্ষয়!
‘সিংহাম এগেইন’ এ ‘সূর্যবংশী’ হয়ে ফিরছেন অক্ষয়!
জনপ্রিয় সংবাদ


























