ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

  • আপডেট সময় : ১২:৫০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • ৫৯ বার পড়া হয়েছে

র্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। পাশাপাশি কমেছে উভয় পুঁজিবাজারের সবগুলো সূচক। এদিন দেশের দুই পুঁজিবাজারে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। দিনশেষে দেশের ডিএসই গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকা, যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত জানুয়ারি মাসের ৭ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৭০৮ কোটি ১০ লাখ ৭২ হাজার টাকা।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
মঙ্গলবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ৩১৫ টাকা। যা আগের দিনের তুলনায় ৫৫ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৮৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯২টির। কমেছে ১৬৯টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৮২৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৯৪ পয়েন্টে। অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৯৮ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৮৫ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৮৬৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬৯ পয়েন্টে। সিএসআই এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪১ পয়েন্টে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শেয়ারবাজার: আস্থার সংকট কাটানোর উদ্যোগ জরুরি

সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

আপডেট সময় : ১২:৫০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১

র্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। পাশাপাশি কমেছে উভয় পুঁজিবাজারের সবগুলো সূচক। এদিন দেশের দুই পুঁজিবাজারে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। দিনশেষে দেশের ডিএসই গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকা, যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত জানুয়ারি মাসের ৭ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৭০৮ কোটি ১০ লাখ ৭২ হাজার টাকা।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
মঙ্গলবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ৩১৫ টাকা। যা আগের দিনের তুলনায় ৫৫ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৮৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯২টির। কমেছে ১৬৯টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৮২৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৯৪ পয়েন্টে। অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৯৮ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৮৫ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৮৬৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬৯ পয়েন্টে। সিএসআই এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪১ পয়েন্টে।