বিনোদন প্রতিবেদক : আসছে ১৬ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমা। মুক্তি উপলক্ষে এরইমধ্যে সিনেমার প্রচারণা শুরু করেছে সংশ্লিষ্টরা। তারই অংশ হিসেবে বুধবার (১৭ আগস্ট) প্রকাশ করা হয় সিনেমার ফাস্ট লুক পোস্টার। যেটি বেশ সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। থিমেটিক আকারে বানানো পোস্টারটিতে মাদক, রাজনীতি, ক্রাইম ও মানব পাচারের বিষয়গুলো তুলে ধরে সিনেমার গল্পের কিছুটা আভাস দেওয়া হয়েছে। প্রকাশের পর থেকেই সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ,পেজগুলোতে সিনেমাপ্রেমীদের প্রশংসায় ভাসছে পোস্টারটি। সেটি ফেসবুক ওয়ালে শেয়ার করে সিনেমাটি দেখার আগ্রহের কথাও জানাচ্ছেন অনেকে। বোরহান উদ্দিন নামের একজন পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘বীরত্ব’র ফার্স্টলুক পোস্টার। ভীষণ নান্দনিক। একটি সিনেমা কতটুকু ভালো হবে যদিও তা রিলিজের পর জানা যায়। তবে শুরু থেকেই যদি ভালো করার প্রচেষ্টা থাকে, দর্শক হিসেবে ভরসা রাখা যায় তখন। সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব’ সিনেমার ফার্স্টলুক পোস্টারে অ্যাসথেটিক আবহটা বেশ ভালোভাবেই রয়েছে। পোস্টার নিঃসন্দেহে ভালো হয়েছে। একটি মৌলিক গল্পের সিনেমাই পেতে যাচ্ছি।’ মারুফ হোসেন নামের একজন লিখেছেন, ‘পরাণ’ ও ‘হাওয়া’র পর আরও একটি ভালো সিনেমা পেতে যাচ্ছি বলে মনে হচ্ছে। বাংলা সিনেমায় চলমান সুবাতাসে ‘বীরত্ব’ সিনেমা নিজের জায়গা করে নিক সেই কামনা করছি।’ রহমান মতি নামের একজন ‘বাংলা চলচ্চিত্র’ নামের একটি গ্রুপে পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘সেপ্টেম্বর, অক্টোবরে তো দেখি অনেক ছবি আসতেছে। প্রতিযোগিতার পরিবেশ থাকা ভালো। নতুন ছবি ‘বীরত্ব’র পোস্টার ভালো লেগেছে। মিনিংফুল।’ ‘বীরত্ব’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও নবাগত নিশাত নাওয়ার সালওয়া। দুজনেই একটি মফস্বল শহরের চিকিৎকের ভূমিকায় অভিনয় করেছেন।
ইমন ঢাকা টাইমসকে বলেন, ‘মাত্র পোস্টার প্রকাশ হলো, সবাই এটার প্রশংসা করছে। এটা খুবই ভালো লাগছে। এই সিনেমাটি নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি। করোনার সময় যখন ঘরবন্দি ছিলাম, তার পরবর্তী মূহুর্তে কাজের প্রতি যে ক্ষুদা ছিল সে সময়ের কাজ ‘বীরত্ব’। এই সিনেমাটি নিয়ে আমি খুব আশাবাদী।’ সিনেমার নির্মাতা সাইদুল ইসলাম রানা বলেন, ‘ফাস্ট লুক পোস্টার দিয়ে প্রচারণা শুরু করলাম। পর্যায়ক্রমে সিনেমার গান, ট্রিজার, ট্রেলার ও অন্যান্য পোস্টার প্রকাশ করব।’ ইমন-সালওয়া ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আরও আছেন বড়দা মিঠু, আহসান হাবীব নাসিম, ইন্তেখাব দিনার, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকে। এছাড়া এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো আইটেম গানে কোমর দুলিয়েছেন চিত্রনায়িকা ও প্রযোজক মিষ্টি জান্নাত। এর আগে গত ২৭ জুন বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে প্রশংসার সাথে মুক্তির অনুমতি পায় সিনেমাটি। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা। পিং পং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক। এর নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন রঞ্জন দত্ত।
সাড়া ফেলেছে ‘বীরত্ব’র ফাস্ট লুক পোস্টার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ