বিনোদন ডেস্ক : বলিউডের ‘শাহেনশাহ’খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। এ প্রজন্মের সাথেও তিনি তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছেন। গতকাল (৪ মার্চ) মুক্তি পায় তার সিনেমা ‘ঝুন্ড’। এটি পরিচালনা করেন নাগরাজ মঞ্জুলে। সিনেমাটি খেলাধুলার গল্পে নির্মিত। ‘ঝুন্ড’ ২০১৯ সালের শেষ দিকে মুক্তির কথা ছিলো। তবে কিছু আইনি জটিলতার জন্য মুক্তির অনুমতি পায়নি ছবিটি। এরইমধ্যে মহামারি করোনার কবলে থমকে যায় সবকিছু। অবশেষে সব জটিলতা কাটিয়ে সিনেমাটি আড়াই বছরেরও বেশি সময় পর বড় পর্দায় এসেছে। ‘ঝুন্ড’ প্রথম দিনে প্রত্যাশা অনুযায়ী সাড়া পায়নি। মাত্র ১ কোটি রুপি আয় করেছে বলে খবর প্রকাশ হয়েছে ৷ তবে পরিচালক নাগরাজ খুবই আশাবাদী সিনেমাটি নিয়ে। তিনি মনে করছেন সামনে ভালো ব্যবসা করবে ‘ঝুন্ড’। নাগরাজ মঞ্জুলে পরিচালিত এই সিনেমাতে আরও অভিনয় করেছেন অঙ্কুশ গেদাম, আকাশ থোসার, কিশোর কদম, ছায়া কদম, রিংকু রাজগুরু।