নিজস্ব প্রতিবেদক : দেশে চলমান নারী আন্দোলনে যারা সক্রিয়ভাবে কাজ করছেন তাদের শক্তিশালী ও সাহসী কণ্ঠস্বর উদযাপনে সব প্রজন্মের নারীবাদী কর্মী এবং সংগঠকদের অংশগ্রহণে ‘হিম্মতি মাঈ’ শিরোনামে একটি আর্ট পারফর্মেন্স পরিবেশিত হয়েছে।
গতকাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং দুর্নীতি দমন কমিশনের মধ্যবর্তী সড়কে এই আয়োজন করা হয়। প্রতিবাদ, বিবৃতি ও সমন্বিত অবস্থানের শিল্পীত অভিব্যক্তি এই পারফর্মেন্স উল্লেখ করে ‘হিম্মতি মাঈ’র শিল্পী ও আহ্বায়ক ঋতু সাত্তার বলেন, এই পরিবেশনাটির অনুপ্রেরণা নোয়াখালীতে সহিংসতার শিকার এক নারীর মানসিক শক্তি। রায় না হওয়া পর্যন্ত তার দৃঢ়তা প্রতিবন্ধকতার মুখে নারীর শক্তি কিভাবে রুখে দাঁড়াতে পারে— তা প্রতীয়মান হয়। আজ আমরা সকল প্রজন্ম, পেশা এবং সামাজিক শ্রেণি ছাড়িয়ে একে অপরের কাছ থেকে শক্তি নেওয়ার জন্যই এই পারফর্মেন্সে একত্রিত হয়েছি। বাংলাদেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠী, যারা সব সময় সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, কিন্তু একই সঙ্গে সামাজিক কাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন, তারাই এই পারফর্মেন্সের পেছনে মূল শক্তি বলে জানান ঋতু সাত্তার। তিনি বলেন, পারফর্মেন্সটি সর্বসাধারণের চলাচলের রাস্তায় করা হয়েছে যাতে নারী এবং অন্যান্য প্রান্তিক সদস্যরা সম্মিলিতভাবে জানান দিতে পারেন বাংলাদেশের পুরুষ প্রধান সড়ক শুধু পুরুষের নয়, নারীরও।
সাহসী নারীর কণ্ঠস্বর উদযাপনে সড়কে ‘হিম্মতি মাঈ’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ