প্রযুক্তি ডেস্ক: সাশ্রয়ী মূল্যে দেশের বাজারে এল অপোর সর্বশেষ স্মার্টফোন অপো ‘এ৫এক্স’। গত বৃহস্পতিবার দেশের বাজারে গ্রাহকদের জন্য উন্মোচিত হয়েছে ফোনটি। অপোর এ ডিভাইসটির দাম পড়বে ১৩ হাজার ৯৯০ টাকা।
অপো দাবি করেছে, ‘এ৫এক্স’-এ গ্রাহকরা পাবেন আইপি৬৫ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স, মিলিটারি গ্রেড ড্রপ প্রটেকশন এবং ফ্ল্যাগশিপ লেভেলওয়ালা বিভিন্ন ফিচারের সমন্বয়ে।
কোম্পানিটি বলেছে, ‘এ৫এক্স’ স্মার্টফোনটি পানি ও ধুলা থেকে বাঁচাবে আইপি৬৫ প্রোটেকশন। অপোর ‘ওয়াটার স্প্ল্যাশ টাচ’ প্রযুক্তির কারণে ফোন ভেজা থাকলেও স্ক্রিনে কাজ করতে সমস্যা হবে না, ফলে ফলস টাচ কম হবে।
ফোনটিতে রয়েছে আউটডোর মোড, যা সরাসরি সূর্যের আলোতে ফোনের ‘আল্ট্রা-ক্লিয়ার ভিজিবিলিটি’ নিশ্চিত করবে। আরো আছে ১৪-স্টার সার্টিফিকেশন’সহ মিলিটারি গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স, কর্নিং গরিলা গ্লাস ৭আই ও এসজিএস গোল্ড সার্টিফিকেশন। অপো বলেছে, স্মার্টফোনে এআই ফিচার রয়েছে। ডিভাইসটিতে ব্যবহারকারীরা পাবেন এআই ইরেজার ২.০, যা ছবি থেকে অপ্রয়োজনীয় বিষয় মুছে ফেলতে সাহায্য করবে, এমনকি ঝাপসা ছবি স্পষ্ট করতে সাহায্য করবে এআই।
স্মার্টফোনটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট’সহ ৬.৬৭-ইঞ্চি ডিসপ্লে, যেটি ব্যবহারকারীদের এক হাজার নিট উজ্জ্বলতা দেবে। ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি উচ্চ স্পষ্ট শব্দ শোনার জন্য তিনশ শতাংশ আল্ট্রা ভলিউম মোড রয়েছে।
কোম্পানিটি বলেছে, ৭.৯৯এমএম স্লিম বডিতে ফোনটির ওজন কেবল ১৯৩ গ্রাম। ফোনটি আরামদায়ক ও সহজেই মুঠোবন্দি করা যায়। লেজার হোয়াইট ও মিডনাইট ব্লু এই দুইটি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।
এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, ‘যেসব ব্যবহারকারী আউটডোরে দীর্ঘ সময় কাটান অপো ‘এ৫এক্স’ বিশেষ করে তাদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে।’ অপো ‘এ৫এক্স’ ১৫ মে থেকে প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারের মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারেন বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি লটারি এবং ১ মাসের ফ্রি বঙ্গ সাবস্ক্রিপশন বা নিশ্চিতভাবে কম্বো গিফট বক্স।