ক্রীড়া ডেস্ক : এবারের ইংলিশ প্রিমিয়ার লিগেও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি তাঁর দল, খুব কাছে চলে গিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগের শিরোপারও। ক্লাব মাতালেও দেশের জন্য সালাহ কিছুই করেননি বলে মনে করেন মিশরের সাবেক কোচ হাসান শেহাতা। ইজিপ্ট ইন্ডিপেন্ডেন্স’কে দেওয়া এক সাক্ষাৎকারে শেহাতা বলেন, ‘এটা বলার জন্য আমি দুঃখিত।
তবু বলছি, মোহাম্মদ সালাহ জাতীয় দলের জন্য কিছুই করেনি। তার উচিত ছিল আরো ভালো কিছু করা। সে যখন দেশের জন্য খেলে তখন তাকে অব্যশই আরো বেশি কিছু দিতে হবে। ’ ৩১ গোল ও ১৫ অ্যাসিস্টের জন্য এবার প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছেন সালাহ। লিভারপুলে যেভাবে সতীর্থদের সহায়তা পান, জাতীয় দলে সেটা পান না সালাহ। এই বিষয়ে শেহাতা বলেন, ‘সে খেলোয়াড় বাছাই করার কেউ না। কিন্তু তার উচিত বোর্ড কর্মকর্তাদের বলা যে, এখানকার খেলোয়াড়রা ইংল্যান্ডের মতো ভালো নয়। ’ শেহাতা আরো বলেন, ‘আমাদের অবশ্যই এমন কিছু খেলোয়াড় খুঁজতে হবে যারা তাকে মাঠে সঠিকভাবে খেলতে সহায়তা করতে পারে। ’ মোহাম্মদ সালাহ মিশরের হয়ে ৮৫ ম্যাচে ৪৭ গোল করেছেন। তবে আসন্ন কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি মিশর। হেরে গিয়েছিল আফ্রিকান নেশন্স কাপের ফাইনালেও।
সালাহ দেশের জন্য কিছুই করেনি : সাবেক মিশর কোচ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ