ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

সালমান খানকে গুলি করে মারার হুমকি

  • আপডেট সময় : ১২:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : খুনের হুমকি পেলেন বলিউড সুপারস্টার সালমান খান। রবিবার মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত অভিনেতার বাড়ি গ্যালাক্সির সামনে থেকে একটি চিঠি পাওয়া যায়। সেই চিঠিতে সালমানকে গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছে। একই হুমকি দেওয়া হয়েছে তার বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানকেও। চিঠিতে লেখা হয়েছে, পাঞ্জাবের কংগ্রেস নেতা ও ব়্যাপ গায়ক সিধু মুসেওয়ালার মতোই পরিণতি হবে সলমনের। কয়েক দিন আগে সিধুকে প্রকাশ্যে গুলি করে মারা হয়। সালমানের অবস্থা তেমন হবে বলে চিঠিতে উল্লেখ আছে। এ ঘটনার পর সোমবার সকাল থেকে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাড়ানো হয়েছে সালমান ও তার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ওই হুমকি চিঠি পান সালমান খানের বাবা সেলিম খান। বাড়ির সামনের একটি বেঞ্চে চিঠিটি রাখা ছিল। সেটি পাওয়ার পরই বান্দ্রা থানায় এফআইআর দায়ের করেন অভিনেতার পরিবার। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। সালমান খানের বাড়ি এবং তার আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। কে বা কারা ওই চিঠি রেখে গিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এদিকে, আবুধাবিতে আইফা ২০২২ অনুষ্ঠান সঞ্চালনা শেষে সোমবার মুম্বাইয়ে ফিরেছেন সালমান খান। কিছুদিন আগে ‘টাইগার থ্রি’-এর শুটিং শেষ করেন তিনি। আগামীতে শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতেও একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমানকে। ২০২৩ সালে মুক্তি পাবে সেই ছবি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান খানকে গুলি করে মারার হুমকি

আপডেট সময় : ১২:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২

বিনোদন ডেস্ক : খুনের হুমকি পেলেন বলিউড সুপারস্টার সালমান খান। রবিবার মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত অভিনেতার বাড়ি গ্যালাক্সির সামনে থেকে একটি চিঠি পাওয়া যায়। সেই চিঠিতে সালমানকে গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছে। একই হুমকি দেওয়া হয়েছে তার বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানকেও। চিঠিতে লেখা হয়েছে, পাঞ্জাবের কংগ্রেস নেতা ও ব়্যাপ গায়ক সিধু মুসেওয়ালার মতোই পরিণতি হবে সলমনের। কয়েক দিন আগে সিধুকে প্রকাশ্যে গুলি করে মারা হয়। সালমানের অবস্থা তেমন হবে বলে চিঠিতে উল্লেখ আছে। এ ঘটনার পর সোমবার সকাল থেকে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাড়ানো হয়েছে সালমান ও তার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ওই হুমকি চিঠি পান সালমান খানের বাবা সেলিম খান। বাড়ির সামনের একটি বেঞ্চে চিঠিটি রাখা ছিল। সেটি পাওয়ার পরই বান্দ্রা থানায় এফআইআর দায়ের করেন অভিনেতার পরিবার। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। সালমান খানের বাড়ি এবং তার আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। কে বা কারা ওই চিঠি রেখে গিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এদিকে, আবুধাবিতে আইফা ২০২২ অনুষ্ঠান সঞ্চালনা শেষে সোমবার মুম্বাইয়ে ফিরেছেন সালমান খান। কিছুদিন আগে ‘টাইগার থ্রি’-এর শুটিং শেষ করেন তিনি। আগামীতে শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতেও একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমানকে। ২০২৩ সালে মুক্তি পাবে সেই ছবি।