নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে চাঞ্চল্যকর আইএফআইসি বন্ড কেলেঙ্কারির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বেক্সিমকোর ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, মঙ্গলবার (২৯ জুলাই) কমিশনের ৯৬৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
‘আইএফআইসি আমার বন্ড’-এর নামে প্রতারণা: বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ৪ জুন কমিশনের ৮৭১তম সভায় ‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ নামে ১৫০০ কোটি টাকার মূল্যের একটি বন্ড অনুমোদন দেওয়া হয়। পরবর্তীকালে ১২ জুলাই বন্ডটির সম্মতিপত্র ইস্যু করা হয়।
বন্ডটির ইস্যুয়ার ছিল শ্রীপুর টাউনশিপ লিমিটেড। এটি মাত্র কয়েক মাস আগে প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট কোম্পানি। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের মধ্যে কোম্পানিটি মাত্র ৩৩৫ কোটি টাকা পরিশোধিত মূলধন দেখিয়ে ২৪৮ কোটি টাকা তড়িঘড়ি করে উত্তোলন করে, যা কমিশনের কাছে সন্দেহজনক হিসেবে বিবেচিত হয়।
বন্ডটির নামকরণে ‘আইএফআইসি আমার বন্ড’ ব্যবহার করায় সাধারণ বিনিয়োগকারীরা মনে করেন, এটি আইএফআইসি ব্যাংক ইস্যু করেছে। প্রকৃতপক্ষে ব্যাংকটি ছিল কেবল জামিনদার। এই বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে বিনিয়োগকারীদের প্রতারিত করা হয় বলে কমিশনের অনুসন্ধানে উঠে আসে।
আজীবন অবাঞ্ছিত ও আর্থিক জরিমানা: অনুসন্ধান ও তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিএসইসি যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- সালমান এফ রহমান (সাবেক চেয়ারম্যান, আইএফআইসি ব্যাংক) আজীবন পুঁজিবাজারে নিষিদ্ধ এবং ১০০ কোটি টাকা জরিমানা। আহমেদ শায়ান ফজলুর রহমান (সাবেক ভাইস-চেয়ারম্যান, আইএফআইসি ব্যাংক) আজীবন নিষিদ্ধ এবং ৫০ কোটি টাকা জরিমানা। অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম (সাবেক চেয়ারম্যান, বিএসইসি) বন্ড ও বেক্সিমকো সুকুক ইস্যুতে প্রক্রিয়াগত অনিয়মের দায়ে আজীবন নিষিদ্ধ।
এছাড়া ইমরান আহমেদ (সাবেক সিইও, আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেড) ৫ বছরের জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট কার্যক্রমে নিষিদ্ধ। শাহ আলম সারওয়ার (তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক, আইএফআইসি ব্যাংক)-তার বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত। এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডকে (ইসিআরএল) ১০ লাখ টাকা জরিমানা। ড. শেখ শামসুদ্দিন আহমেদ (তৎকালীন কমিশনার, বিএসইসি) ৫ বছরের জন্য অবাঞ্ছিত ঘোষণা।
পুরনো ইতিহাস ফিরলো আবার: এর আগে ২০১০ সালে শেয়ার বাজার ধসের পর সরকারের গঠিত খোন্দকার ইব্রাহিম খালেদ কমিটি সালমান এফ রহমানসহ ৬০ জনকে শেয়ার কারসাজির সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করে। সে সময়ও কমিটি সরকারকে এ ধরনের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়। সালমান এফ রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত উপদেষ্টা। এবার ফের আর্থিক খাতে কেলেঙ্কারির দায়ে পুঁজিবাজার থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন তিনি।