বিনোদন ডেস্ক : দিন আগেই জানা গিয়েছিল, সালমান খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ অতিথি চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা রাম চরণকে। আর এবার জানা গেল অলিম্পিকের বক্সিং চ্যাম্পিয়ন বীজেন্দ্র সিং যোগ দিয়েছেন সালমানের এই ছবিতে। শনিবার (২৯ অক্টোবর) বীজেন্দ্র সিংয়ের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করেছেন সালমান। যেখানে কালো শার্ট, ম্যাচিং টাই ও ধূসর প্যান্টে বীজেন্দ্রকে দেখা যাচ্ছে তারাদের মধ্যমণি হয়ে বসে থাকতে। তার পাশেই সালমান, সিদ্ধার্থ নিগাম, রাঘব জুয়াল এবং জেসি গিল। হাত মুঠো করে রেখেছেন সবাই বুকের কাছে। পর্দায় এবারই প্রথম অভিনয় করবেন বীজেন্দ্র। ফলে তার কাছেও এ এক নতুন রোমাঞ্চ। তবে ছবিতে তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত ভাবে এখনও কিছু জানা যায়নি। এদিকে চলতি বছরের ৩০ ডিসেম্বর সালমানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তির তারিখ পিছিয়ে পরের বছর নেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, আগামী বছরের ২১ এপ্রিল ঈদ উপলক্ষে মুক্তি পাবে ছবিটি। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। এই ছবিতে সালমান ছাড়াও দেখা যাবে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতিকে।