বরিশাল সংবাদদাতা : ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ারদের বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো বরিশালে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন বিভিন্ন দপ্তরের সার্ভেয়াররা। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মসূচি পালন করেন সার্ভেয়াররা। এ সময় বিভাগীয় সমন্বায়ক ফোরকান হোসেন, বরিশাল সদরের মোফাজ্জেলসহ বাংলাদেশ কানুনগো কল্যাণ সমিতির কেন্দ্রীয় নেতা, বরিশাল সদর, জেলা ও বিভাগের পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ, স্থানীয় সরকার প্রকৌশল, ম্যানেজ কোর্ট, সেটেলমেন্ট, জেলা পরিষদ, সিটি করপোরেশনসহ বিভিন্ন দপ্তরের সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ