ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপস নয় : তাইওয়ান

  • আপডেট সময় : ০১:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়। তাইওয়ান কখনও সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং স্বাধীনতার মূল্যবোধের সঙ্গে আপোস করবে না বলে সাফ জানিয়েছে দিয়েছ তাইপে। রবিবার চীনের ঐতিহাসিক কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কংগ্রেসের বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ান ইস্যুতে শক্তির ব্যবহার ত্যাগ করবে না, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বেইজিং। তাইওয়ানকে একীভূত করতে প্রয়োজনে বলপ্রয়োগের কথা বলেন তিনি। এরপরই তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র চ্যাং তুন-হ্যান বলেন, তাইওয়ানের জাতীয় নিরাপত্তা টিম পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাইওয়ানের মূলনীতিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে এক দেশ দুই ব্যবস্থা নীতি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের এক বক্তব্য তুলে ধরে তিনি আরও বলেন, তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পারিকভাবে গ্রহণযোগ্য উপায় খুঁজতে বেইজিংয়ের সঙ্গে কাজ করতে ইচ্ছে পোষণ করেন। তাইওয়ান ভূখ-কে সব সময় নিজেদের বলে দাবি করে আসছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। যদিও তাইওয়ান সব সময় চীনের নিয়ন্ত্রণের বাইরে। দ্বীপটির সরকার নিজেদের স্বায়ত্তশাসিত ভূখ- বলে দাবি করে আসছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপস নয় : তাইওয়ান

আপডেট সময় : ০১:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়। তাইওয়ান কখনও সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং স্বাধীনতার মূল্যবোধের সঙ্গে আপোস করবে না বলে সাফ জানিয়েছে দিয়েছ তাইপে। রবিবার চীনের ঐতিহাসিক কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কংগ্রেসের বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ান ইস্যুতে শক্তির ব্যবহার ত্যাগ করবে না, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বেইজিং। তাইওয়ানকে একীভূত করতে প্রয়োজনে বলপ্রয়োগের কথা বলেন তিনি। এরপরই তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র চ্যাং তুন-হ্যান বলেন, তাইওয়ানের জাতীয় নিরাপত্তা টিম পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাইওয়ানের মূলনীতিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে এক দেশ দুই ব্যবস্থা নীতি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের এক বক্তব্য তুলে ধরে তিনি আরও বলেন, তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পারিকভাবে গ্রহণযোগ্য উপায় খুঁজতে বেইজিংয়ের সঙ্গে কাজ করতে ইচ্ছে পোষণ করেন। তাইওয়ান ভূখ-কে সব সময় নিজেদের বলে দাবি করে আসছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। যদিও তাইওয়ান সব সময় চীনের নিয়ন্ত্রণের বাইরে। দ্বীপটির সরকার নিজেদের স্বায়ত্তশাসিত ভূখ- বলে দাবি করে আসছে।