ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

সার্চ কমিটিকে ‘আওয়ামী খাস কমিটি’ বললেন রিজভী

  • আপডেট সময় : ০২:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ইসি গঠনে সার্চ কমিটির নামে সরকার ‘আওয়ামী খাস কমিটি’ গঠন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল রোববার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “এটাকে সার্চ কমিটি না বলে আওয়ামী খাস কমিটি বলাই যুক্তিযুক্ত মনে করি। এরা ভুপেন হাজারিকার সেই বিখ্যাত গানের মতো ‘মোরা যাত্রী একই তরণীর’।

“এই আওয়ামী সার্চ কমিটি এবং তারা যেটা সার্চ করে, অনুসন্ধান করে নির্বাচন কমিশনের যে তালিকা দেবেন তারা সবাই হচ্ছেন একই তরণীর যাত্রী, একই নৌকার যাত্রী। এরা একই ঝাঁকের কৈইৃ।”

রিজভী বলেন, “গত ২৩ জানুয়ারি আমরা বলেছিলাম আওয়ামী বাকশালী চেতনা দ্বারা উদ্বুদ্ধ মুজিবকোট পরা লোকেরাই সরকারের সার্চ কমিটিতে থাকবেন। সেই কমিটি হারিকেন দিয়ে খুঁজে খুঁজে মুজিব কোর্ট পরা লোকদের বের করে আনবে।

“নবগঠিত কমিটি সেই অনুমানেরই একেবারে বাস্তব প্রতিফলন। এটা নিরেট বাস্তবতা।”

শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সদস্য বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।

এর সদস্যরা হচ্ছেন- হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

সরকারের গঠিত এ কমিটির অনুসন্ধানে যে নামগুলো আসবে তারা সবাই আওয়ামী পরিবারের সদস্য হবেন বলে তার অনুমানের কথা বলেন তিনি।

সার্চ কমিটির সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন দলের সম্পর্কের তথ্য তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘‘বর্তমান সার্চ কমিটির প্রধান ওবায়দুল হাসান আগের দুই সার্চ কমিটির সদস্য ছিলেন।

“ওবায়দুল হাসানের পরিবার পরীক্ষিত আওয়ামী লীগার। তিনিও আওয়ামী লীগের এমপি প্রার্থী ছিলেন। তার পরিচয় তিনি বাকশাল ছাত্রলীগের বড় নেতা ছিলেন। এদের সুপারিশে নিয়োগ পেয়েছিলেন রকিব (রকীব উদ্দিন আহমেদ) ও হুদা (একেএম নুরুল হুদা) কমিশন।”

‘‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আরেক বিশেষজ্ঞ এই সার্চ কমিটির সদস্য হয়েছেন সাবেক বহুল বিতর্কিত নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। ২০১৮ সালে সিলেট-১ আসন থেকে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন।“

তিনি বলেন, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার আওয়ামী লীগ নেতা মরহুম হামিজ উদ্দিন শেখের পুত্র কুদ্দস জামান।
“উনিও এই সার্চ কমিটির সদস্য। তার ভাই স্থানীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা। আরেক সদস্য অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক জন্মান্ধ আওয়ামী লীগার হিসেবে পরিচিত। আওয়ামী লীগের একান্ত অনুরাগী ও দৃঢ় সমর্থক প্রয়াত সৈয়দ শামসুল হকের স্ত্রী তিনি। তিনি স্বাধীনতা যুদ্ধের পুরোটা সময়ে পাকিস্তান বিমান বাহিনীর মেডিকেল সেন্টারে চাকরি করেছেন। হাসিনা মার্কা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের এরা বিশেষজ্ঞ।”
সার্চ কমিটির নামে তামাশা চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “এ সার্চ কমিটির অথবা নির্বাচন কমিশন নিয়ে দেশের জনগণ বা বিএনপির কোনো আগ্রহ নেই। জনগণ বিশ্বাস করে নির্দলীয়, নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের যুবদল নেতা আকবর আলী হত্যাকা-ের প্রতিবাদে শনিবার যশোরে যুবদলের প্রতিবাদ কর্মসূচিতে ‘পুলিশের হামলার’ অভিযোগ তুলে নিন্দা জানান রিজভী।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন, হুমায়ুন কবির খান, আমিরুল ইসলাম খান আলিম, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

সার্চ কমিটিকে ‘আওয়ামী খাস কমিটি’ বললেন রিজভী

আপডেট সময় : ০২:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : ইসি গঠনে সার্চ কমিটির নামে সরকার ‘আওয়ামী খাস কমিটি’ গঠন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল রোববার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “এটাকে সার্চ কমিটি না বলে আওয়ামী খাস কমিটি বলাই যুক্তিযুক্ত মনে করি। এরা ভুপেন হাজারিকার সেই বিখ্যাত গানের মতো ‘মোরা যাত্রী একই তরণীর’।

“এই আওয়ামী সার্চ কমিটি এবং তারা যেটা সার্চ করে, অনুসন্ধান করে নির্বাচন কমিশনের যে তালিকা দেবেন তারা সবাই হচ্ছেন একই তরণীর যাত্রী, একই নৌকার যাত্রী। এরা একই ঝাঁকের কৈইৃ।”

রিজভী বলেন, “গত ২৩ জানুয়ারি আমরা বলেছিলাম আওয়ামী বাকশালী চেতনা দ্বারা উদ্বুদ্ধ মুজিবকোট পরা লোকেরাই সরকারের সার্চ কমিটিতে থাকবেন। সেই কমিটি হারিকেন দিয়ে খুঁজে খুঁজে মুজিব কোর্ট পরা লোকদের বের করে আনবে।

“নবগঠিত কমিটি সেই অনুমানেরই একেবারে বাস্তব প্রতিফলন। এটা নিরেট বাস্তবতা।”

শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সদস্য বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।

এর সদস্যরা হচ্ছেন- হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

সরকারের গঠিত এ কমিটির অনুসন্ধানে যে নামগুলো আসবে তারা সবাই আওয়ামী পরিবারের সদস্য হবেন বলে তার অনুমানের কথা বলেন তিনি।

সার্চ কমিটির সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন দলের সম্পর্কের তথ্য তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘‘বর্তমান সার্চ কমিটির প্রধান ওবায়দুল হাসান আগের দুই সার্চ কমিটির সদস্য ছিলেন।

“ওবায়দুল হাসানের পরিবার পরীক্ষিত আওয়ামী লীগার। তিনিও আওয়ামী লীগের এমপি প্রার্থী ছিলেন। তার পরিচয় তিনি বাকশাল ছাত্রলীগের বড় নেতা ছিলেন। এদের সুপারিশে নিয়োগ পেয়েছিলেন রকিব (রকীব উদ্দিন আহমেদ) ও হুদা (একেএম নুরুল হুদা) কমিশন।”

‘‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আরেক বিশেষজ্ঞ এই সার্চ কমিটির সদস্য হয়েছেন সাবেক বহুল বিতর্কিত নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। ২০১৮ সালে সিলেট-১ আসন থেকে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন।“

তিনি বলেন, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার আওয়ামী লীগ নেতা মরহুম হামিজ উদ্দিন শেখের পুত্র কুদ্দস জামান।
“উনিও এই সার্চ কমিটির সদস্য। তার ভাই স্থানীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা। আরেক সদস্য অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক জন্মান্ধ আওয়ামী লীগার হিসেবে পরিচিত। আওয়ামী লীগের একান্ত অনুরাগী ও দৃঢ় সমর্থক প্রয়াত সৈয়দ শামসুল হকের স্ত্রী তিনি। তিনি স্বাধীনতা যুদ্ধের পুরোটা সময়ে পাকিস্তান বিমান বাহিনীর মেডিকেল সেন্টারে চাকরি করেছেন। হাসিনা মার্কা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের এরা বিশেষজ্ঞ।”
সার্চ কমিটির নামে তামাশা চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “এ সার্চ কমিটির অথবা নির্বাচন কমিশন নিয়ে দেশের জনগণ বা বিএনপির কোনো আগ্রহ নেই। জনগণ বিশ্বাস করে নির্দলীয়, নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের যুবদল নেতা আকবর আলী হত্যাকা-ের প্রতিবাদে শনিবার যশোরে যুবদলের প্রতিবাদ কর্মসূচিতে ‘পুলিশের হামলার’ অভিযোগ তুলে নিন্দা জানান রিজভী।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন, হুমায়ুন কবির খান, আমিরুল ইসলাম খান আলিম, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।