ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা গণতন্ত্র মঞ্চের

  • আপডেট সময় : ১২:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘আওয়ামী লীগ সরকার কর্তৃক নিশিরাতের ভোট চুরির’ প্রতিবাদে আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। রবিবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, এই সরকারের ২০১৮ সালের নিশিরাতের ভোট চুরির প্রতিবাদে আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। পাশাপাশি আগামীকালের (সোমবার) পরেও এই কয়দিন যুগপৎ ধারার আন্দোলনের আমাদের কর্মসূচি থাকবে। আমরা লড়াই করে দেশের জনগণকে এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে মুক্ত করবো। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।
সঠিক দায়িত্ব পালন করুন, চাকরিচ্যুত হবেন না: প্রশাসনকে নুর: দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অতীত ভুলে পুলিশ প্রশাসনের সদস্যদের এখন থেকে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, সরকার পরিবর্তন হলে চাকরিচ্যুত বা ওএসডি হওয়ার আশঙ্কা নেই, কথা দিচ্ছি। গতকাল রোববার (২৪ ডিসেম্বর) পল্টনে সরকার পতনের আন্দোলনে বিরোধী দলসমূহের ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নুর বলেন, আমরা কথা দিচ্ছি কারো চাকরি যাবে না। আর বর্তমান সরকার আজ পরিবর্তন হলেই কাল বিএনপি বা অন্য কেউ ক্ষমতায় চলে আসছে বিষয়টি তো এমন নয়। প্রয়োজনে জাতীয় ঐক্য ও সংহতি তৈরি করে সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় সরকার হতে পারে। সুতরাং আপনাদের ভয়ের কিছু নাই। আওয়ামী লীগ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনও সময় আছে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন দিন, দেশ রক্ষা করুন। নুর বলেন, দেশকে বাঁচাতে দলমত নির্বিশেষে সকলকে রাজপথে নেমে আসতে হবে। ভিনদেশি মদদে এদেশে কোনও একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের আন্দোলন চলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অন্যরা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা গণতন্ত্র মঞ্চের

আপডেট সময় : ১২:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘আওয়ামী লীগ সরকার কর্তৃক নিশিরাতের ভোট চুরির’ প্রতিবাদে আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। রবিবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, এই সরকারের ২০১৮ সালের নিশিরাতের ভোট চুরির প্রতিবাদে আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। পাশাপাশি আগামীকালের (সোমবার) পরেও এই কয়দিন যুগপৎ ধারার আন্দোলনের আমাদের কর্মসূচি থাকবে। আমরা লড়াই করে দেশের জনগণকে এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে মুক্ত করবো। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।
সঠিক দায়িত্ব পালন করুন, চাকরিচ্যুত হবেন না: প্রশাসনকে নুর: দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অতীত ভুলে পুলিশ প্রশাসনের সদস্যদের এখন থেকে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, সরকার পরিবর্তন হলে চাকরিচ্যুত বা ওএসডি হওয়ার আশঙ্কা নেই, কথা দিচ্ছি। গতকাল রোববার (২৪ ডিসেম্বর) পল্টনে সরকার পতনের আন্দোলনে বিরোধী দলসমূহের ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নুর বলেন, আমরা কথা দিচ্ছি কারো চাকরি যাবে না। আর বর্তমান সরকার আজ পরিবর্তন হলেই কাল বিএনপি বা অন্য কেউ ক্ষমতায় চলে আসছে বিষয়টি তো এমন নয়। প্রয়োজনে জাতীয় ঐক্য ও সংহতি তৈরি করে সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় সরকার হতে পারে। সুতরাং আপনাদের ভয়ের কিছু নাই। আওয়ামী লীগ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনও সময় আছে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন দিন, দেশ রক্ষা করুন। নুর বলেন, দেশকে বাঁচাতে দলমত নির্বিশেষে সকলকে রাজপথে নেমে আসতে হবে। ভিনদেশি মদদে এদেশে কোনও একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের আন্দোলন চলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অন্যরা।