লাইফস্টাইল ডেস্ক: ঈদ উপলক্ষ্যে ‘রুটস অব এলিগ্যান্স’ থিমে ‘সারা’ লাইফস্টাইল এনেছে বিশেষ কালেকশন। সারার এবারের ঈদ পোশাকের ডিজাইনে স্ক্রিন প্রিন্ট, সাবলিমেশন প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, অল ওভার প্রিন্ট থাকছে। পোশাকের মোটিফ ও নকশায় রাখা হয়েছে উৎসবের আমেজ। এ ছাড়াও এবস্ট্র্যাক্ট, ফ্লোরাল, ট্রেডিশনাল ও জিওমেট্রিক বিভিন্ন মোটিফ রয়েছে ডিজাইনে। আনারকলি, প্রিন্সেস লাইন, ডাবল লেয়ার, এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিকসহ বিভিন্ন কাজ থাকছে পোশাকের প্যাটার্নে; থাকছে হাতের কাজও। পোশাকে ফ্যাব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে জর্জেট, কটন, ভিসকস, ডবি সিল্ক, ক্রেপ জর্জেট, নিট, ডেনিম, জ্যাকার্ড কটন ইত্যাদি।
আকার, ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে এসব পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে। ক্রেতারা এসব পোশাক পেয়ে যাবেন ২৫০ থেকে ১২ হাজার ৯৯০ টাকার মধ্যে।
আজকের প্রত্যাশা/কেএমএএ