ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সাম্প্রদায়িক হামলা: চোখে কালো কাপড় বেঁধে চবি শিক্ষকের প্রতিবাদ

  • আপডেট সময় : ১২:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
  • ১৪৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনায় চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।
গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলা’ ভাস্কর্যের সামনে প্রতিবাদ জানিয়ে কিছু সময় অবস্থান করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, “দেশজুড়ে গত কয়েকদিন ধরে হিন্দু সম্প্রদায়ের জানমাল, ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করি।
“একই সঙ্গে সরকারের নিকট আমার অনুরোধ থাকবে অতিদ্রুত বিষয়টি নিয়ন্ত্রণ করা। দেশের নাগরিক হিসেবে তাদের অধিকার ও সম্মান নিশ্চিত করা।”
গত ১৩ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীতে কুমিল্লার একটি মন্দিরে কথিত ‘কোরআন অবমাননার’ অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা, ভাঙচুর চালানো হয়। এরপর গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় সাম্প্রদায়িক হামলর শিকার হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে কুমিল্লার ঘটনার পর তিন দিনেই ৭০টির বেশি পূজাম-পে হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া ৩০টি বাড়ি এবং ৫০টি দোকানেও ভাঙচুর ও লুটপাট হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাম্প্রদায়িক হামলা: চোখে কালো কাপড় বেঁধে চবি শিক্ষকের প্রতিবাদ

আপডেট সময় : ১২:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনায় চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।
গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলা’ ভাস্কর্যের সামনে প্রতিবাদ জানিয়ে কিছু সময় অবস্থান করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, “দেশজুড়ে গত কয়েকদিন ধরে হিন্দু সম্প্রদায়ের জানমাল, ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করি।
“একই সঙ্গে সরকারের নিকট আমার অনুরোধ থাকবে অতিদ্রুত বিষয়টি নিয়ন্ত্রণ করা। দেশের নাগরিক হিসেবে তাদের অধিকার ও সম্মান নিশ্চিত করা।”
গত ১৩ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীতে কুমিল্লার একটি মন্দিরে কথিত ‘কোরআন অবমাননার’ অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা, ভাঙচুর চালানো হয়। এরপর গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় সাম্প্রদায়িক হামলর শিকার হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে কুমিল্লার ঘটনার পর তিন দিনেই ৭০টির বেশি পূজাম-পে হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া ৩০টি বাড়ি এবং ৫০টি দোকানেও ভাঙচুর ও লুটপাট হয়েছে।