ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছেন এরশাদ : জি এম কাদের

  • আপডেট সময় : ১২:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবং সকল ধর্মের অধিকার রক্ষায় অনন্য ভূমিকা রেখেছিলেন তিনি।’
গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান বনানী কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ হিন্দু পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় জিএম কাদের এ কথা বলেন।
সংখ্যালঘুদের বিষয়ে এরশাদের অবদান তুলে ধরে জিএম কাদের বলেন, ‘শুভ জন্মাষ্টমীর দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির শাসনামলে প্রায় চার যুগ পরে রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়। এ ছাড়া বিভিন্ন পূজা-উৎসবে নিরাপত্তা ও আর্থিক সহায়তা দিয়েছেন। পল্লীবন্ধুর হাতে গড়া হিন্দু কল্যাণ ট্রাস্ট এখন শতকোটি টাকার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মন্দির নির্মাণ ও সংস্কারে পল্লীবন্ধু বরাদ্দ রেখেছেন সব সময়।’
জিএম কাদের বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে আমাদের। যে কোন ত্যাগের বিনিময়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর। যারা এ সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্র করবে তারা কখনই সফল হতে পারবে না।’
এ সময় বাংলাদেশ হিন্দু পরিষদ সংখ্যালঘু সুরক্ষা খসড়া আইন জাতীয় পার্টি চেয়ারম্যান এর হাতে তুলে দেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছেন এরশাদ : জি এম কাদের

আপডেট সময় : ১২:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবং সকল ধর্মের অধিকার রক্ষায় অনন্য ভূমিকা রেখেছিলেন তিনি।’
গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান বনানী কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ হিন্দু পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় জিএম কাদের এ কথা বলেন।
সংখ্যালঘুদের বিষয়ে এরশাদের অবদান তুলে ধরে জিএম কাদের বলেন, ‘শুভ জন্মাষ্টমীর দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির শাসনামলে প্রায় চার যুগ পরে রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়। এ ছাড়া বিভিন্ন পূজা-উৎসবে নিরাপত্তা ও আর্থিক সহায়তা দিয়েছেন। পল্লীবন্ধুর হাতে গড়া হিন্দু কল্যাণ ট্রাস্ট এখন শতকোটি টাকার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মন্দির নির্মাণ ও সংস্কারে পল্লীবন্ধু বরাদ্দ রেখেছেন সব সময়।’
জিএম কাদের বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে আমাদের। যে কোন ত্যাগের বিনিময়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর। যারা এ সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্র করবে তারা কখনই সফল হতে পারবে না।’
এ সময় বাংলাদেশ হিন্দু পরিষদ সংখ্যালঘু সুরক্ষা খসড়া আইন জাতীয় পার্টি চেয়ারম্যান এর হাতে তুলে দেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান।