ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৯ মার্চ ২০২৫

সামরিক উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফলের আহ্বান চীনা প্রেসিডেন্টের

  • আপডেট সময় : ০৮:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সামরিক উন্নয়নে ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল করার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৮ মার্চ) চীনের জাতীয় আইনসভার ১৪তম জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এবং পিপলস আর্মড পুলিশ ফোর্সের প্রতিনিধি দলের এক পূর্ণাঙ্গ সভায় তিনি এ আহ্বান জানান। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং বলেন, গত চার বছরের বেশি সময় ধরে পরিকল্পনা বাস্তবায়নের ফলে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। তবে এখনও বেশ কিছু প্রতিবন্ধকতা ও সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন। তিনি আত্মবিশ্বাস শক্তিশালী করে চ্যালেঞ্জ মোকাবিলা এবং উচ্চ মানের উন্নয়ন নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। এ সময় তিনি আধুনিক ব্যবস্থাপনা ধারণা ও পদ্ধতির ব্যবহারের ওপর জোর দেন।

পাশাপাশি পরিকল্পনাটি আরও পদ্ধতিগত, সার্বিক ও সমন্বিতভাবে বাস্তবায়নের জন্য কৌশলগত ব্যবস্থাপনা সিস্টেম ও প্রক্রিয়া উন্নত করার কথা বলেন। সামরিক ও নাগরিক খাতের মধ্যে সমন্বিত প্রচেষ্টা ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করে প্রেসিডেন্ট শি বলেন, নাগরিক খাতের শক্তি ও সম্পদকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। এতে সামরিক উন্নয়নের গুণগত মান ও দক্ষতা বৃদ্ধি পাবে। এ ছাড়া তিনি দুর্নীতি প্রতিরোধে একটি সুরক্ষিত ও কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানান। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই বক্তব্য সামরিক উন্নয়নে চীনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরেছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সামরিক উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফলের আহ্বান চীনা প্রেসিডেন্টের

আপডেট সময় : ০৮:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

বিদেশের খবর ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সামরিক উন্নয়নে ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল করার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৮ মার্চ) চীনের জাতীয় আইনসভার ১৪তম জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এবং পিপলস আর্মড পুলিশ ফোর্সের প্রতিনিধি দলের এক পূর্ণাঙ্গ সভায় তিনি এ আহ্বান জানান। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং বলেন, গত চার বছরের বেশি সময় ধরে পরিকল্পনা বাস্তবায়নের ফলে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। তবে এখনও বেশ কিছু প্রতিবন্ধকতা ও সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন। তিনি আত্মবিশ্বাস শক্তিশালী করে চ্যালেঞ্জ মোকাবিলা এবং উচ্চ মানের উন্নয়ন নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। এ সময় তিনি আধুনিক ব্যবস্থাপনা ধারণা ও পদ্ধতির ব্যবহারের ওপর জোর দেন।

পাশাপাশি পরিকল্পনাটি আরও পদ্ধতিগত, সার্বিক ও সমন্বিতভাবে বাস্তবায়নের জন্য কৌশলগত ব্যবস্থাপনা সিস্টেম ও প্রক্রিয়া উন্নত করার কথা বলেন। সামরিক ও নাগরিক খাতের মধ্যে সমন্বিত প্রচেষ্টা ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করে প্রেসিডেন্ট শি বলেন, নাগরিক খাতের শক্তি ও সম্পদকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। এতে সামরিক উন্নয়নের গুণগত মান ও দক্ষতা বৃদ্ধি পাবে। এ ছাড়া তিনি দুর্নীতি প্রতিরোধে একটি সুরক্ষিত ও কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানান। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই বক্তব্য সামরিক উন্নয়নে চীনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরেছে।