নিজস্ব প্রতিবেদক: এ দেশের ব্যাংকিং জগতের অন্যতম শীর্ষ ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় রোববার (২৬ অক্টোবর)। এবার ‘২৬ বছর অনন্ত সম্ভাবনার’ প্রতিপাদ্য সামনে রেখে উদযাপনটি ব্যাংকের অনুপ্রেরণামূলক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করে। এরই ধারাবাহিকতায় ব্যাংকটির সাভার শাখার অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক রাজু আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকরা। এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মাসুদ রানা, মিথুন রায়, আদনান বিন জাহিদ, মোঃ শরিফুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, কাজল মাহমুদ, শাদাত হোসাইন, লিয়াকত হোসাইন প্রমুখ।
শাখা ব্যবস্থাপক রাজু আহমেদ বলেন, ‘আমাদের ২৬ বছরের যাত্রা শুধু ব্যাংকের সাফল্য নয়। এটি আমাদের গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের মিলিত প্রচেষ্টা এবং আস্থা প্রতিষ্ঠার ফল। আগামী দিনেও আমরা অনন্ত সম্ভাবনা অনুসন্ধানে প্রতিশ্রুতিবদ্ধ।’
শাখার কর্মকর্তারা তাদের বক্তব্যে এমটিবির ২৬ বছরের সাফল্যগাথা এবং ভবিষ্যতের লক্ষ্য তুলে ধরেন। এ ছাড়া গ্রাহক ও কর্মচারীদের সংযোগ এবং ঐক্যবোধের প্রতীক হিসেবে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শাখা কর্মকর্তা-কর্মচারীসহ সবার মধ্যে এক নতুন উদ্দীপনা ও আশাবাদ সৃষ্টি করে; যা এমটিবির ভবিষ্যৎযাত্রায় আরো শক্তিশালী ভূমিকা রাখবে।
আজকের প্রত্যাশা/কেএমএএ

























