গাজীপুর প্রতিনিধি : প্রবল গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপি, জামায়াতসহ সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। দলটির সাবেক সংসদ সদস্য ‘সাবের হোসেন চৌধুরীকে দিয়ে’ আওয়ামী লীগ গঠনের চেষ্টাতেও জনগণ সমর্থন করবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের শ্রীপুরের এক পথসভায় এ কথা বলেন নূর। গণ অধিকার পরিষদের নেতা বলেন, “আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত করতে ভারতসহ নানা দেশ প্রচেষ্টা চালাচ্ছে, দেশের ভেতরেও নানা লক্ষণ দেখা যাচ্ছে। সম্প্রতি সাবের হোসেনকে জামিন দেওয়ার সাথে এর একটি তৎপরতা আছে। “আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে কোন ঠাঁই দেয়া হবে না, এর ‘দোসরদের’ ঠাঁই দেওয়া হবে না।” আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট ব্যবস্থা’ কায়েম করে দেশকে ধ্বংস করেছে অভিযোগ এনে নূর বলেন, “তাই ‘নতুন বাংলাদেশে’ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এর ‘দোসরদের‘ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা মামলায় দলটির সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের মধ্যে দুই জন জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকা-৯ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক হোসেন চৌধুরীকে একটি হত্যা মামলায় গত ৬ অক্টোবর গ্রেপ্তারের পরদিন তাকে রিমান্ডে পাঠানো হয়। তবে ৮ অক্টোবর ছয়টি মামলাতেই তিনি জামিন পেয়ে যান। রিমান্ডে থাকা আসামির জামিনের বিষয়টি নিয়ে আলোচনা আছে। জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানও। গত ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হন তিনি। জামিন পেয়ে গত ১০ অক্টোবর তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি বাড়ি ফেরেন।