ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

সাবেক প্রতিমন্ত্রী টুকু এলাকা ছেড়েছেন কি না জানতে চান হাইকোর্ট

  • আপডেট সময় : ০২:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পাবনা জেলার বেড়া পৌরসভা নির্বাচনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি নির্বাচনী প্রচার-প্রচারণা বাধাগ্রস্ত করছেন কি না, তা ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি নির্বাচন কমিশনের চিঠির পরও তিনি এলাকা ছেড়েছেন কি না, তাও জানাতে বলা হয়েছে। পাবনা জেলার রিটার্নিং কর্মকর্তাকে এই তথ্য জানাতে বলেছেন উচ্চ আদালত।
গতকাল সোমবার মেয়র প্রার্থী ও টুকুর ভাই মো. আব্দুল বাতেনের দায়ের করা রিটের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি হবে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান ও মুহাম্মদ সাইফুল আ
গত ১৫ নভেম্বর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে অভিযোগে পাবনা-১ আসনের সাংসদ শামসুল হক টুকুকে এলাকা ছাড়তে চিঠি দেন রিটার্নিং কর্মকর্তা। সাংসদের ভাই ও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল বাতেন রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি লঙ্ঘনের এই অভিযোগ করেন। বেড়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাংসদ টুকুর বড় ছেলে ও কেন্দ্রীয় যুবলীগ নেতা আসিফ শামস রঞ্জন। সেখানে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন সাংসদ শামসুল হকের ছোট ভাই বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল বাতেন। একই সঙ্গে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাংসদের বড় ভাইয়ের মেয়ে এস এম সাদিয়া আলম। আদালত থেকে বেরিয়ে আইনজীবী খুরশিদ আলম খান বলেন, নির্বাচন কমিশন চিঠি দেওয়ার পরও শামসুল হক টুকু এলাকায় অবস্থান করছেন। এমনকি আব্দুল বাতেনের সমর্থকদের নির্বাচনী প্রচারণায় হুমকি দিচ্ছেন তিনি। পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে গতকাল মেয়র প্রার্থী মো. আব্দুল বাতেন হাইকোর্টে রিট করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক প্রতিমন্ত্রী টুকু এলাকা ছেড়েছেন কি না জানতে চান হাইকোর্ট

আপডেট সময় : ০২:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : পাবনা জেলার বেড়া পৌরসভা নির্বাচনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি নির্বাচনী প্রচার-প্রচারণা বাধাগ্রস্ত করছেন কি না, তা ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি নির্বাচন কমিশনের চিঠির পরও তিনি এলাকা ছেড়েছেন কি না, তাও জানাতে বলা হয়েছে। পাবনা জেলার রিটার্নিং কর্মকর্তাকে এই তথ্য জানাতে বলেছেন উচ্চ আদালত।
গতকাল সোমবার মেয়র প্রার্থী ও টুকুর ভাই মো. আব্দুল বাতেনের দায়ের করা রিটের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি হবে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান ও মুহাম্মদ সাইফুল আ
গত ১৫ নভেম্বর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে অভিযোগে পাবনা-১ আসনের সাংসদ শামসুল হক টুকুকে এলাকা ছাড়তে চিঠি দেন রিটার্নিং কর্মকর্তা। সাংসদের ভাই ও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল বাতেন রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি লঙ্ঘনের এই অভিযোগ করেন। বেড়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাংসদ টুকুর বড় ছেলে ও কেন্দ্রীয় যুবলীগ নেতা আসিফ শামস রঞ্জন। সেখানে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন সাংসদ শামসুল হকের ছোট ভাই বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল বাতেন। একই সঙ্গে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাংসদের বড় ভাইয়ের মেয়ে এস এম সাদিয়া আলম। আদালত থেকে বেরিয়ে আইনজীবী খুরশিদ আলম খান বলেন, নির্বাচন কমিশন চিঠি দেওয়ার পরও শামসুল হক টুকু এলাকায় অবস্থান করছেন। এমনকি আব্দুল বাতেনের সমর্থকদের নির্বাচনী প্রচারণায় হুমকি দিচ্ছেন তিনি। পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে গতকাল মেয়র প্রার্থী মো. আব্দুল বাতেন হাইকোর্টে রিট করেন।