জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাট পৌরসভার সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার দুপুরে শহরের সাহেবপাড়া বিশ্বাসপাড়া মহল্লার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জয়পুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
পুলিশের গোয়েন্দা শাখার ওসি শাহেদ আল মামুন জানান, গত ৪ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে যোগ দিয়ে মিনকুল হোসেন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর তিনি নিজেই বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ৩২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে মামলা করেন। পলাশ এ মামলার ৩০০ নম্বর আসামি। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।