ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

সাবেক আইজিপি এ ওয়াই বি আই সিদ্দিকী মারা গেছেন

  • আপডেট সময় : ১২:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) এ ওয়াই বি আই সিদ্দিকী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে তিনি মারা যান বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তিনি ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এ ওয়াই বি আই সিদ্দিকী মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। পুলিশ সদর দপ্তর জানায়, রোববার সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
আইজিপি বেনজীর আহমেদসহ সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানাজায় অংশ নেন। পরে বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতারা মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। জানাজা শেষে বাংলাদেশ পুলিশের ব্যাবস্থাপনায় এ ওয়াই বি আই সিদ্দিকী মরদেহ সীতাকু-ে পাঠানো হয়েছে। সেখানে বাদ আসর দক্ষিণ রহমতনগর মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ১৯৪৫ সালে চট্টগ্রামের সীতাকু- উপজেলা জন্মগ্রহণ করেন এ ওয়াই বি আই সিদ্দিকী। ১৯৭০ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। এরপর ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ২০০০ সালের ৭ জুন পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ বাহিনী থেকে অবসরের পর তিনি পানি সম্পদ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সাবেক আইজিপি এ ওয়াই বি আই সিদ্দিকী মারা গেছেন

আপডেট সময় : ১২:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) এ ওয়াই বি আই সিদ্দিকী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে তিনি মারা যান বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তিনি ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এ ওয়াই বি আই সিদ্দিকী মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। পুলিশ সদর দপ্তর জানায়, রোববার সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
আইজিপি বেনজীর আহমেদসহ সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানাজায় অংশ নেন। পরে বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতারা মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। জানাজা শেষে বাংলাদেশ পুলিশের ব্যাবস্থাপনায় এ ওয়াই বি আই সিদ্দিকী মরদেহ সীতাকু-ে পাঠানো হয়েছে। সেখানে বাদ আসর দক্ষিণ রহমতনগর মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ১৯৪৫ সালে চট্টগ্রামের সীতাকু- উপজেলা জন্মগ্রহণ করেন এ ওয়াই বি আই সিদ্দিকী। ১৯৭০ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। এরপর ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ২০০০ সালের ৭ জুন পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ বাহিনী থেকে অবসরের পর তিনি পানি সম্পদ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।