ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

সাবিনা-সানজিদাদের বরণে বিমানবন্দরে জনতার ভিড়

  • আপডেট সময় : ১০:৫৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এই স্লোগানে মুখর। হাজারো সমর্থকে সয়লাব বিমানবন্দর এলাকা। অনেক সংবাদকর্মী ও ক্যামেরার ভিড়। সাম্প্রতিক কালে কোনো ইভেন্ট কাভার করতে এত সংবাদকর্মী বিমানবন্দরে এসেছেন কি না, সে কথাও উঠল। তবে সবকিছু ছাপিয়ে সবার চোখেমুখে একটি অদৃশ্য ছবি স্পষ্ট বোঝা যাচ্ছিল, সেই ছবির নাম ‘অপেক্ষা’-কখন আসবে মেয়েরা? ফুটবল মাঠে দক্ষিণ এশিয়া জয় করা মেয়েদের বরণ করে নিতে গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেন তিল ধারণের ঠাঁই ছিল না! নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর বুধবার বেলা ১টা ৫০ মিনিটে দেশে অবতরণ করে বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানবন্দর এলাকা আগেই থেকেই প্রস্তুত রাখা হয়। সকাল থেকেই আসতে শুরু করেন দেশের ফুটবল-সমর্থকেরা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকেও ছাত্রছাত্রীদের একটি দল যায় বিমানবন্দরে মেয়েদের বরণ করে নিতে। ক্রিকেটে পড়ে থাকা সমর্থকেরাও এসেছেন; মেয়েদের সাফল্যে, দেশের সাফল্যে সবাই শামিল এক কাতারে। বেশির ভাগের হাতেই বাংলাদেশের পতাকা। মেয়েদের বরণ করে নিতে বিমানবন্দরে আলাদা করে কোনো সাজসজ্জা করা হয়নি। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ‘স্বাগতম’ লেখা ব্যানার তৈরি করা হয়েছে। বিমানবন্দরে ভিআইপি গেটের সামনেও ব্যানার দেখা গেছ বেশ কিছু। গত সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নারী সাফে এটাই বাংলাদেশের প্রথম শিরোপা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাবিনা-সানজিদাদের বরণে বিমানবন্দরে জনতার ভিড়

আপডেট সময় : ১০:৫৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এই স্লোগানে মুখর। হাজারো সমর্থকে সয়লাব বিমানবন্দর এলাকা। অনেক সংবাদকর্মী ও ক্যামেরার ভিড়। সাম্প্রতিক কালে কোনো ইভেন্ট কাভার করতে এত সংবাদকর্মী বিমানবন্দরে এসেছেন কি না, সে কথাও উঠল। তবে সবকিছু ছাপিয়ে সবার চোখেমুখে একটি অদৃশ্য ছবি স্পষ্ট বোঝা যাচ্ছিল, সেই ছবির নাম ‘অপেক্ষা’-কখন আসবে মেয়েরা? ফুটবল মাঠে দক্ষিণ এশিয়া জয় করা মেয়েদের বরণ করে নিতে গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেন তিল ধারণের ঠাঁই ছিল না! নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর বুধবার বেলা ১টা ৫০ মিনিটে দেশে অবতরণ করে বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানবন্দর এলাকা আগেই থেকেই প্রস্তুত রাখা হয়। সকাল থেকেই আসতে শুরু করেন দেশের ফুটবল-সমর্থকেরা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকেও ছাত্রছাত্রীদের একটি দল যায় বিমানবন্দরে মেয়েদের বরণ করে নিতে। ক্রিকেটে পড়ে থাকা সমর্থকেরাও এসেছেন; মেয়েদের সাফল্যে, দেশের সাফল্যে সবাই শামিল এক কাতারে। বেশির ভাগের হাতেই বাংলাদেশের পতাকা। মেয়েদের বরণ করে নিতে বিমানবন্দরে আলাদা করে কোনো সাজসজ্জা করা হয়নি। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ‘স্বাগতম’ লেখা ব্যানার তৈরি করা হয়েছে। বিমানবন্দরে ভিআইপি গেটের সামনেও ব্যানার দেখা গেছ বেশ কিছু। গত সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নারী সাফে এটাই বাংলাদেশের প্রথম শিরোপা।