ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

সাফ অনূর্ধ্ব-১৭: শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল উৎসব

  • আপডেট সময় : ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রত্যাশিত শুরু পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছে পল স্মলির দল। কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সোমবার স্বাগতিক দলকে ৫-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। জোড়া গোল করেন মুর্শেদ আলী। একবার করে বল জালে পাঠান রুবেল শেখ, সিরাজুল ইসলাম রান ও মোহাম্মদ নাজিম উদ্দিন। বৃষ্টির কারণে মাঠ ছিল কর্দমাক্ত। স্বাভাবিকভাবেই ফুটবল তার স্বাভাবিক গতি হারায়। তবে ওই প্রতিকূলতার মাঝেও শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ দল। দ্রুত সুফলও পায় তারা। সপ্তম মিনিটে রুবেলের গোলে এগিয়ে যাওয়ার তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মুর্শেদ। তৃতীয় গোলের দেখা মেলে ৭৫তম মিনিটে, নিজের দ্বিতীয় গোলটি করেন মুর্শেদ। এর দুই মিনিট পর ব্যবধান কমান লঙ্কার ইয়াসির সরফরাজ। তবে লড়াইয়ে নাটকীয়তা জাগানোর মতো কিছুই করতে পারেনি তারা। ৭৯তম মিনিটে সিরাজুল ও ৯০তম মিনিটে নাজিম জালে বল পাঠালে বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে, আগামী ৭ সেপ্টেম্বর। দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায় ভারত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফ অনূর্ধ্ব-১৭: শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল উৎসব

আপডেট সময় : ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রত্যাশিত শুরু পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছে পল স্মলির দল। কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সোমবার স্বাগতিক দলকে ৫-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। জোড়া গোল করেন মুর্শেদ আলী। একবার করে বল জালে পাঠান রুবেল শেখ, সিরাজুল ইসলাম রান ও মোহাম্মদ নাজিম উদ্দিন। বৃষ্টির কারণে মাঠ ছিল কর্দমাক্ত। স্বাভাবিকভাবেই ফুটবল তার স্বাভাবিক গতি হারায়। তবে ওই প্রতিকূলতার মাঝেও শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ দল। দ্রুত সুফলও পায় তারা। সপ্তম মিনিটে রুবেলের গোলে এগিয়ে যাওয়ার তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মুর্শেদ। তৃতীয় গোলের দেখা মেলে ৭৫তম মিনিটে, নিজের দ্বিতীয় গোলটি করেন মুর্শেদ। এর দুই মিনিট পর ব্যবধান কমান লঙ্কার ইয়াসির সরফরাজ। তবে লড়াইয়ে নাটকীয়তা জাগানোর মতো কিছুই করতে পারেনি তারা। ৭৯তম মিনিটে সিরাজুল ও ৯০তম মিনিটে নাজিম জালে বল পাঠালে বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে, আগামী ৭ সেপ্টেম্বর। দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায় ভারত।