ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় হাইকোর্টের রুল

  • আপডেট সময় : ০১:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় ‘পার্ক সংশ্লিষ্টদের অবহেলাকে কেন দায়ী করা হবে না’ মর্মে রুল জারি করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মো: খসরুজ্জামান এবং বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ রুল জারি করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী হারুন অর রশীদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত জানুয়ারিতে সাফারি পার্কে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহ মারা যাওয়ার ঘটনায় গত ২ ফেব্রুয়ারী জনস্বার্থে একটি রিট পিটিশন (নম্বর- ১৭৭২/২০২২) দায়ের করেন। আদালত রবিবার পিটিশন শুনানির দিন নির্ধারণ করেন। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ “প্রাণীগুলোর মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না” মর্মে রুল জারি করেন। একই সঙ্গে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে খুব দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। রিট পিটিশনে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আতাউল্লাহ নূরুল কবির।
প্রসঙ্গত, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পার্কের ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহ মারা যায়। একইসঙ্গে এবং অল্প দিনে প্রাণীগুলোর মৃত্যু সব মহলকে ভাবিয়ে তোলে। বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এসব বিষয়ে প্রকৃত কারণ উদঘাটন করতে তদন্ত কমিটি গঠন ও বন অধিদফতর পার্কের তিন শীর্ষ কর্মকর্তাকে প্রত্যাহার করে অধিদফতরে সংযুক্ত করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় হাইকোর্টের রুল

আপডেট সময় : ০১:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় ‘পার্ক সংশ্লিষ্টদের অবহেলাকে কেন দায়ী করা হবে না’ মর্মে রুল জারি করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মো: খসরুজ্জামান এবং বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ রুল জারি করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী হারুন অর রশীদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত জানুয়ারিতে সাফারি পার্কে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহ মারা যাওয়ার ঘটনায় গত ২ ফেব্রুয়ারী জনস্বার্থে একটি রিট পিটিশন (নম্বর- ১৭৭২/২০২২) দায়ের করেন। আদালত রবিবার পিটিশন শুনানির দিন নির্ধারণ করেন। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ “প্রাণীগুলোর মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না” মর্মে রুল জারি করেন। একই সঙ্গে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে খুব দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। রিট পিটিশনে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আতাউল্লাহ নূরুল কবির।
প্রসঙ্গত, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পার্কের ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহ মারা যায়। একইসঙ্গে এবং অল্প দিনে প্রাণীগুলোর মৃত্যু সব মহলকে ভাবিয়ে তোলে। বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এসব বিষয়ে প্রকৃত কারণ উদঘাটন করতে তদন্ত কমিটি গঠন ও বন অধিদফতর পার্কের তিন শীর্ষ কর্মকর্তাকে প্রত্যাহার করে অধিদফতরে সংযুক্ত করে।