প্রত্যাশা ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে সাফজয়ী নারী ফুটবলারদের অর্থ পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি যাদের প্রয়োজন তাদের ঘর করে দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য রাঙামাটিতে তার গ্রামের বাড়িতে একটি বাড়ি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। রূপনা চাকমা এবারের সাফ চ্য্যম্পিয়নশিপে সেরা গোলরক্ষকের পুরস্কার পান।