ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

সাফজয়ী মেয়েদের ২০ লাখ টাকার চেক দিলো বিসিবি

  • আপডেট সময় : ০৬:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে ২০ লাখ টাকার চেক উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এই চেক নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহা। বাংলাদেশ নারী ফুটবল দল সাফ জেতার পর এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি। গত মাসে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে যান অনন্য এক উচ্চতায়। টানা দ্বিতীয়বার সাফ জেতার পর সাফজয়ী মেয়েদের এক কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও। পাশাপাশি বিভিন্ন কর্পোরেট হাউসের পক্ষ থেকেও সংবর্ধনা ও উপহার পাচ্ছে চ্যাম্পিয়নরা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সাফজয়ী মেয়েদের ২০ লাখ টাকার চেক দিলো বিসিবি

আপডেট সময় : ০৬:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে ২০ লাখ টাকার চেক উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এই চেক নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহা। বাংলাদেশ নারী ফুটবল দল সাফ জেতার পর এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি। গত মাসে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে যান অনন্য এক উচ্চতায়। টানা দ্বিতীয়বার সাফ জেতার পর সাফজয়ী মেয়েদের এক কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও। পাশাপাশি বিভিন্ন কর্পোরেট হাউসের পক্ষ থেকেও সংবর্ধনা ও উপহার পাচ্ছে চ্যাম্পিয়নরা।