নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৭৯ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৭ কোটি ৭১ লাখ ৮৮ হাজার ৬৮৩টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ২১ কোটি ১৯ লাখ ১৪ হাজার ৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩৯ কোটি ৬৯ লাখ ১ হাজার টাকা। লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫ কোটি ৭৪ লাখ ৮৪ হাজার ৪৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৯ কোটি ২২ লাখ টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং মিলস, জিপিএইচ ইস্পাত, অ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো ফার্মা ও ইসলামিক ফিন্যান্স লিমিটেড। সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫১.৯০ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে ৩ কর্মদিবস লেনদেন হয়েছিল। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১০ হাজার ৬৫৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭ হাজার ১৩ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩ হাজার ৬৪০ কোটি ১৮ লাখ ১০ হাজার ৫১১ টাকার বা ৫১.৯০ শতাংশ লেনদেন বেড়েছে। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১০৩ দশমিক ৩১ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে।