নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বিষধর সাপের ছোবলে সন্ধ্যা রাণী দাস (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সন্ধ্যা রাণী ওই গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্চয় দেবনাথের স্ত্রী। নিহতের ভাসুরের ছেলে শিমুল দেবনাথ জানান, বসতঘরে পূজা দেওয়ার জন্য বাড়ির পাশের আঙিনায় ফুল তুলতে যাচ্ছিলেন সন্ধ্যা রাণী। ধান ক্ষেতের আইল দিয়ে যাওয়ার সময় তার বাম পায়ে বিষধর সাপ ছোবল দেয়। এ সময় সন্ধ্যা রাণী দৌড়ে ঘরে ফিরে সবাইকে বিষয়টি জানান। তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।