টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক স্থানে বিষধর সাপের ছোবলে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্র ও শনিবার (২০ ও ২১ সেপ্টেম্বর) সকাল ও সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই নারী হলেন- উপজেলার বহুরিয়া ইউপির আজুফা বেগম (৪০) ও গোড়াই ইউনিয়নের দিপালী রানী (৪৫)। জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গরুর জন্য খড় খুলছিলেন আজুফা। এ সময় বিষধর একটি সাপ তাকে ছোবল দেয়। তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রানীকে সাপে ছোবল দিলে তাকেও ওই হাসপাতালে ভর্তি করার ২০ মিনিট পর মৃত্যু হয়।