লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পশুরামপাড়ায় সাপের ছোবলে সুমী আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মেয়েটির মৃত্যু হয়। সুমি ওই পাড়ার উসমান আলীর মেয়ে। সে চাপারহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। মৃতের পরিবার জানায়, মঙ্গলবার রাতে নিজ বিছানায় ঘুমন্ত সুমির ডান হাতের আঙুলে একটি বিষধর সাপ ছোবল দিয়ে চলে যায়। কিন্তু সাপের ছোবলে সুমির শরীরে বিষ ছড়িয়ে গেলেও পরিবারের লোকজন তা বুঝতে না পেরে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করার চেষ্টা করে। গতকাল বুধবার সকালে সুমিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ৃ
সাপের ছোবলে
সাপের ছোবলে
ট্যাগস :
সাপের ছোবলে
জনপ্রিয় সংবাদ


























