ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

সান্তনার জয় নিয়ে ইউরোপায় বার্সা

  • আপডেট সময় : ১০:৩৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ থেকে শেষ ম্যাচেই বিদায় নিশ্চিত হয়েছিল বার্সেলোনার। টানা দ্বিতীয়বারের মত ইউরোপা লিগে খেলবে বার্সা। তাই মঙ্গলবার রাতের ম্যাচটি তাদের জন্য ছিলো শুধুমাত্র নিয়মরক্ষার। তবে এমন ম্যাচে এসে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে কাতালানরা। প্লাজেনের মাঠে নিয়মিত স্ট্রাইকার রবার্ট লেভানডস্কিকে ছাড়া খেলতে নামে জাভির শিষ্যরা। তবে তার অভাব বোধ করেনি দল। শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে কাতালানরা। ম্যাচ শুরুর ৬ মিনিটের মাথায় গোলও পেয়ে যায় বার্সেলোনা। আনসু ফাতির নেওয়া শট প্লাজেন গোলরক্ষক ঠেকিয়ে দিলেও হাতে জমাতে পারেননি।ফিরে আসা বলে আলতো ছোঁয়ায় জালে জড়ানোর কাজটি সম্পন্ন করেন আলেনসো। প্রথমার্ধের শেষ দিকে ফেরার তোরেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। এতে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জাভির দল। বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় প্লাজেন। দ্বিতীয়ার্ধের মাত্র ৬ মিনিটের মাথায় স্পট কিকে ভিক্টোরিয়াকে ম্যাচে ফেরান চোরি। তবে তিন মিনিট পর তোরেস করে বসেন আরেক গোলে। আর এতেই ম্যাচে অবস্থান শক্ত করে বার্সা। ৬৩ মিনিটে চোরি নিজের দ্বিতীয় গোল করলে জমে উঠে ম্যাচ। ৭৫ মিনিটের মাথায় রাফিনিয়ার এসিস্ট থেকে গোল করেন পাবলো তরে। এরপর দুই দলই আক্রমণ চালিয়ে গোলের চেষ্টা করে সফল হয়নি। এতে ৪-২ গোলের জয় নিয়ে প্লাজেনের মাঠ ছাড়ে কাতালানরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সান্তনার জয় নিয়ে ইউরোপায় বার্সা

আপডেট সময় : ১০:৩৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ থেকে শেষ ম্যাচেই বিদায় নিশ্চিত হয়েছিল বার্সেলোনার। টানা দ্বিতীয়বারের মত ইউরোপা লিগে খেলবে বার্সা। তাই মঙ্গলবার রাতের ম্যাচটি তাদের জন্য ছিলো শুধুমাত্র নিয়মরক্ষার। তবে এমন ম্যাচে এসে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে কাতালানরা। প্লাজেনের মাঠে নিয়মিত স্ট্রাইকার রবার্ট লেভানডস্কিকে ছাড়া খেলতে নামে জাভির শিষ্যরা। তবে তার অভাব বোধ করেনি দল। শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে কাতালানরা। ম্যাচ শুরুর ৬ মিনিটের মাথায় গোলও পেয়ে যায় বার্সেলোনা। আনসু ফাতির নেওয়া শট প্লাজেন গোলরক্ষক ঠেকিয়ে দিলেও হাতে জমাতে পারেননি।ফিরে আসা বলে আলতো ছোঁয়ায় জালে জড়ানোর কাজটি সম্পন্ন করেন আলেনসো। প্রথমার্ধের শেষ দিকে ফেরার তোরেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। এতে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জাভির দল। বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় প্লাজেন। দ্বিতীয়ার্ধের মাত্র ৬ মিনিটের মাথায় স্পট কিকে ভিক্টোরিয়াকে ম্যাচে ফেরান চোরি। তবে তিন মিনিট পর তোরেস করে বসেন আরেক গোলে। আর এতেই ম্যাচে অবস্থান শক্ত করে বার্সা। ৬৩ মিনিটে চোরি নিজের দ্বিতীয় গোল করলে জমে উঠে ম্যাচ। ৭৫ মিনিটের মাথায় রাফিনিয়ার এসিস্ট থেকে গোল করেন পাবলো তরে। এরপর দুই দলই আক্রমণ চালিয়ে গোলের চেষ্টা করে সফল হয়নি। এতে ৪-২ গোলের জয় নিয়ে প্লাজেনের মাঠ ছাড়ে কাতালানরা।