ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

সাদা বলে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ আকিব জাভেদ

  • আপডেট সময় : ০৭:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হল। তবে তিন সংস্করণে নয়, ওয়ানডে ও টি-টোয়েন্টির প্রধান কোচ হিসেবে আকিব জাভেদকে নিয়োগ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাবর-রিজওয়ানদের অন্তর্র্বতীকালীন কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক এই পেসার। পিসিবি সোমবার এক বিবৃতিতে আকিবকে কোচ করার কথায় জানায়। এই সময়ে পাকিস্তান দলের নির্বাচকের দায়িত্বও পালন করবেন তিনি। বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ‘চাওয়া অনুযায়ী’ বাড়তি দায়িত্ব দেওয়া হবে আকিবকে। গত মাসে অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে পাকিস্তানের সাদা বলের দুই সংস্করণের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন গ্যারি কার্স্টেন। তাই টেস্ট দলের কোচ জেসন গিলেস্পিকেই অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব দেয় পিসিবি। বাড়তি কোনো পারিশ্রমিক ছাড়াই ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অস্ট্রেলিয়ান পেসারকে সাদা বলের দুই সংস্করণের দায়িত্বও পালনের প্রস্তাব দেয় পিসিবি। তবে সেটা গ্রহণ করেননি গিলেস্পি।
পরে রোববার ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়, গিলেস্পিকে চাকরিচ্যুত করছে পিসিবি। তিন সংস্করণের দায়িত্বে আকিবকে আনছে পিসিবি। এর পরপরই পিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়, পরের টেস্ট সিরিজেও দায়িত্বে থাকছেন গিলেস্পি। তবে এর পরের ভবিষ্যৎ নিয়ে আর কিছু উল্লেখ করেনি তারা। সংযুক্ত আরব আমিরাতের সাবেক কোচ আকিবকে সংক্ষিপ্ত দুই সংস্করণের দায়িত্ব দেওয়া নিয়ে সোমবার গাদ্দাফি স্টেডিয়ামে কথা বলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ভালো একজন স্থায়ী কোচ নিয়োগ দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পেতেই তাদের এই সিদ্ধান্ত। “আমরা সাময়িকভাবে আকিব জাভেদকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচের দায়িত্ব নিতে বলেছি। আমরা খুব তাড়াহুড়া করে অন্য কোচ আনতে চাই না, যিনি উপযুক্ত হবেন না। এই তিন মাসের বিরতির সময়টায় আকিব কাজ করবে। সে অবশ্যই অন্য দিক নিয়ে কাজ করতে চায়, কিন্তু আমরা তাকে প্রধান কোচ হিসেবে তিন মাস কাজ করার জন্য অনুরোধ করেছিলাম এবং এরপর আমরা দেখব সে কী করতে চায়।” “আকিব শুধু সাদা বলের কোচ এবং কেবলমাত্র অন্তর্র্বতীকালীন। আগামী ১০-১৫ দিনের মধ্যে একজন প্রধান কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করব, যাতে আমরা অনুসন্ধান করতে পারি এবং একজন ভালো প্রধান কোচ খুঁজে পেতে পারি।” আকিবের নির্বাচক কমিটিতে থাকা পাকিস্তানের কোচিং স্টাফে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ সাদা বলের ভারপ্রাপ্ত কোচ দলে নির্বাচনে অংশ নিতে পারবেন, কিন্তু টেস্ট দলের পূর্ণমেয়াদের কোচ সেখানে কোনো বক্তব্যই রাখতে পারবেন না। আগামী নভেম্বর-ডিসেম্বর জিম্বাবুয়েতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তানের। এরপর দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টের সিরিজের আগে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে তারা।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সাদা বলে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ আকিব জাভেদ

আপডেট সময় : ০৭:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হল। তবে তিন সংস্করণে নয়, ওয়ানডে ও টি-টোয়েন্টির প্রধান কোচ হিসেবে আকিব জাভেদকে নিয়োগ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাবর-রিজওয়ানদের অন্তর্র্বতীকালীন কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক এই পেসার। পিসিবি সোমবার এক বিবৃতিতে আকিবকে কোচ করার কথায় জানায়। এই সময়ে পাকিস্তান দলের নির্বাচকের দায়িত্বও পালন করবেন তিনি। বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ‘চাওয়া অনুযায়ী’ বাড়তি দায়িত্ব দেওয়া হবে আকিবকে। গত মাসে অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে পাকিস্তানের সাদা বলের দুই সংস্করণের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন গ্যারি কার্স্টেন। তাই টেস্ট দলের কোচ জেসন গিলেস্পিকেই অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব দেয় পিসিবি। বাড়তি কোনো পারিশ্রমিক ছাড়াই ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অস্ট্রেলিয়ান পেসারকে সাদা বলের দুই সংস্করণের দায়িত্বও পালনের প্রস্তাব দেয় পিসিবি। তবে সেটা গ্রহণ করেননি গিলেস্পি।
পরে রোববার ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়, গিলেস্পিকে চাকরিচ্যুত করছে পিসিবি। তিন সংস্করণের দায়িত্বে আকিবকে আনছে পিসিবি। এর পরপরই পিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়, পরের টেস্ট সিরিজেও দায়িত্বে থাকছেন গিলেস্পি। তবে এর পরের ভবিষ্যৎ নিয়ে আর কিছু উল্লেখ করেনি তারা। সংযুক্ত আরব আমিরাতের সাবেক কোচ আকিবকে সংক্ষিপ্ত দুই সংস্করণের দায়িত্ব দেওয়া নিয়ে সোমবার গাদ্দাফি স্টেডিয়ামে কথা বলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ভালো একজন স্থায়ী কোচ নিয়োগ দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পেতেই তাদের এই সিদ্ধান্ত। “আমরা সাময়িকভাবে আকিব জাভেদকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচের দায়িত্ব নিতে বলেছি। আমরা খুব তাড়াহুড়া করে অন্য কোচ আনতে চাই না, যিনি উপযুক্ত হবেন না। এই তিন মাসের বিরতির সময়টায় আকিব কাজ করবে। সে অবশ্যই অন্য দিক নিয়ে কাজ করতে চায়, কিন্তু আমরা তাকে প্রধান কোচ হিসেবে তিন মাস কাজ করার জন্য অনুরোধ করেছিলাম এবং এরপর আমরা দেখব সে কী করতে চায়।” “আকিব শুধু সাদা বলের কোচ এবং কেবলমাত্র অন্তর্র্বতীকালীন। আগামী ১০-১৫ দিনের মধ্যে একজন প্রধান কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করব, যাতে আমরা অনুসন্ধান করতে পারি এবং একজন ভালো প্রধান কোচ খুঁজে পেতে পারি।” আকিবের নির্বাচক কমিটিতে থাকা পাকিস্তানের কোচিং স্টাফে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ সাদা বলের ভারপ্রাপ্ত কোচ দলে নির্বাচনে অংশ নিতে পারবেন, কিন্তু টেস্ট দলের পূর্ণমেয়াদের কোচ সেখানে কোনো বক্তব্যই রাখতে পারবেন না। আগামী নভেম্বর-ডিসেম্বর জিম্বাবুয়েতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তানের। এরপর দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টের সিরিজের আগে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে তারা।