ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

সাদামাটা পোস্টারেও চৌকস বাঁধন

  • আপডেট সময় : ১২:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: এরআগে ছবিটির টিজার মুক্তি পেয়েছিলো ১৯ মার্চ। প্রায় ১ মিনিটের টিজারে চৌকস পুলিশ অফিসার চরিত্রে প্রশংসা পেয়েছেন বাঁধন। তার লুক, মুভ- সবই পছন্দ করেছিলেন দর্শক। এবার এলো ছবির অফিশিয়াল পোস্টার! সাদামাটা এই পোস্টারেও চৌকস বাঁধনকেই ফোকাস করা হয়েছে! চোখ, ঠোঁটে ক্রুধ- হাতে রিভলবার বাঁধনের। পুলিশ অফিসার হিসেবে অপরাধীর প্রতি তার মনোভাবকেই তুলে ধরা হয়েছে। পোস্টারটি শেয়ার করে ফেসবুকের ক্যাপশনে বাঁধন লিখেছেন, ‘খুনসহ ধর্ষণের শাস্তি কী হওয়া উচিত?’
এরআগে টিজারে ‘এশা মার্ডার’ এর কিছুটা খোলাসা করেছিলেন নির্মাতা। সেই টিজারে দেখা যায়, অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিনজন মেয়ে একই জেলায় খুনসহ ধর্ষণের শিকার হন। যার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার বাঁধনের উপর! চৌকস পুলিশ অফিসারের সমস্ত কিছুই দুর্দান্তভাবে যে অনুসরণ করেছেন বাঁধন, তার আভাস ‘এশা মার্ডার’ এর টিজারে পাওয়া যায়! পোস্টারেও ঘটেনি ব্যতিক্রম। ঈদুল ফিতরে মুক্তির কথা শোনা গেলেও টিজার প্রকাশ করে সেসময় জানানো হয়, ঈদুল ফিতরে নয়, ‘এশা মার্ডার: কর্মফল’ আসতে চলেছে ঈদুল আযহায়! যদিও পোস্টার প্রকাশ করলেও ছবিটির মুক্তি নিয়ে কিছু বলেননি বাঁধন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাদামাটা পোস্টারেও চৌকস বাঁধন

আপডেট সময় : ১২:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

বিনোদন ডেস্ক: এরআগে ছবিটির টিজার মুক্তি পেয়েছিলো ১৯ মার্চ। প্রায় ১ মিনিটের টিজারে চৌকস পুলিশ অফিসার চরিত্রে প্রশংসা পেয়েছেন বাঁধন। তার লুক, মুভ- সবই পছন্দ করেছিলেন দর্শক। এবার এলো ছবির অফিশিয়াল পোস্টার! সাদামাটা এই পোস্টারেও চৌকস বাঁধনকেই ফোকাস করা হয়েছে! চোখ, ঠোঁটে ক্রুধ- হাতে রিভলবার বাঁধনের। পুলিশ অফিসার হিসেবে অপরাধীর প্রতি তার মনোভাবকেই তুলে ধরা হয়েছে। পোস্টারটি শেয়ার করে ফেসবুকের ক্যাপশনে বাঁধন লিখেছেন, ‘খুনসহ ধর্ষণের শাস্তি কী হওয়া উচিত?’
এরআগে টিজারে ‘এশা মার্ডার’ এর কিছুটা খোলাসা করেছিলেন নির্মাতা। সেই টিজারে দেখা যায়, অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিনজন মেয়ে একই জেলায় খুনসহ ধর্ষণের শিকার হন। যার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার বাঁধনের উপর! চৌকস পুলিশ অফিসারের সমস্ত কিছুই দুর্দান্তভাবে যে অনুসরণ করেছেন বাঁধন, তার আভাস ‘এশা মার্ডার’ এর টিজারে পাওয়া যায়! পোস্টারেও ঘটেনি ব্যতিক্রম। ঈদুল ফিতরে মুক্তির কথা শোনা গেলেও টিজার প্রকাশ করে সেসময় জানানো হয়, ঈদুল ফিতরে নয়, ‘এশা মার্ডার: কর্মফল’ আসতে চলেছে ঈদুল আযহায়! যদিও পোস্টার প্রকাশ করলেও ছবিটির মুক্তি নিয়ে কিছু বলেননি বাঁধন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।