প্রযুক্তি ডেস্ক : সাদা-কালো ছবিতে এআই ব্যবহার করে রং যোগ করে দেয়, অনলাইনে এমন এক বিনামূল্যের ওয়েব টুল চালু করেছেন সুইডিশ ‘মেশিন লার্নিং’ গবেষক এমিল ওয়ালনার। নতুন এই টুল এবং এর ওয়েবসাইটের নাম ‘প্যালেট ডটএফএম’।
এই টুলে ছবি আপলোডের পর একটি লিখিত বিবরণীর মাধ্যমে ব্যবহারকারী পছন্দের ‘কালার ফিল্টার’ বাছাই করে দিতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা। প্রতিবেদন অনুযায়ী, ছবি শ্রেণিভুক্ত করতে একটি ‘ডিপ লার্নিং মডেল’ ব্যবহার করে প্যালেট ডটএফএম, যা ছবি বা ইলাস্ট্রেশনের অবজেক্টে থাকা বিভিন্ন রঙের প্রাথমিক অনুমান করতে সাহায্য করে।
“আমি একটি কাস্টম এআই মডেল বানিয়েছি, যা ছবি ও টেক্সট ব্যবহার করে একটি কালারাইজেশন তৈরি করে।” –আর্সকে পাঠানো এক বার্তায় লিখেছেন ওয়ালনার। “এর একটি মডেল, টেক্সট তৈরি করে। আর অন্যটি ছবি ও টেক্সট থেকে কালারাইজেশন তৈরি করে।”
প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারী একটি ছবি আপলোডের পর, এটি বিবেচনায় নিয়ে নিজস্ব একটি ক্যাপশন অনুমান করে সাইটটির ইন্টারফেইস। প্রিসেট হিসেবে থাকা বিভিন্ন কালার ফিল্টার পছন্দ না হলে, পেন্সিল আইকনে ক্লিক করে ব্যবহারকারী নিজেই এর ক্যাপশন সংশোধন করতে পারবেন, যা কালারাইজেশন মডেলটিকে একটি টেক্সট প্রম্পট ব্যবহারে সহায়তা করে। এআই টুলটি যাচাই করতে এর ওপর একটি পরীক্ষা চালিয়েছে আর্স টেকনিকা।
“এটি পরীক্ষা করতে আমরা ছোট একটি কুমড়ার ছবি তুলে ফটোশপ ব্যবহার করে এর রং সরিয়ে ফেলি।” –প্রতিবেদনে লিখেছে আর্স টেকনিকা।
“এর পর, আমরা ছবির সাদা-কালো সংস্করণ সাইটে আপলোড করি। আর প্যালেট ডটএফএম-এ আগে থেকে তৈরি কিছু ফিল্টার বাছাই করে আমরা এর ওপর পরীক্ষা চালাই।” “ভালো একটি ফিল্টার খুঁজে পাওয়ার পর, এর রং বদলাতে ক্যাপশন সংশোধন করে ছবিতে থাকা অবজেক্টের একটি বিবরণী যোগ করি আমরা।”
“উদাহরণ হিসেবে, সাইটটি প্রথমে ভেবেছিল যে কুমড়াটি হয়তো কোনো প্রাণীর ‘থাবা’। এ ছাড়া, ফুটপাথও চিনতে পারেনি এটি।”
“তবে, আমাদের লিখিত নির্দেশনার পর রংগুলো আরও যুক্তিসংগত হয়ে ওঠে। পরবর্তীতে, ব্যাকগ্রাউন্ডে থাকা ‘সবুজ পাতা’র বিষয়টি উল্লেখ করে ছবিতে আরও পরিবর্তন এনেছি আমরা।”
প্যালেট ডটএফএম আপাতত একটি বিনামূল্যের সেবা হিসেবে থাকলেও, এতে পেইড সেবা চালুর পরিকল্পনা করছেন ওয়ালনার। বর্তমানে একটি অনলাইন ক্লাউড সেবায় ছবি প্রক্রিয়াজাত করছে সাইটটি। “আমরা আপনার ছবি রেখে দেই না।” –আপলোড করা ছবির প্রাইভেসি প্রশ্নে বিবরণীতে উল্লেখ করেছে সাইটটি। তবে, অন্যান্য ক্লাউড সেবায় ব্যক্তিগত ঘনিষ্ট ছবি আপলোডে সতর্কতার কথা প্রতিবেদনে বলেছে আর্স টেকনিকা। এই মূহুর্তে কোনো অ্যাকাউন্ট নিবন্ধনের প্রয়োজনীয়তা নেই প্যালেট ডটএফএফ-এ। গত বছর থেকেই টুইটারে একটি বট হিসেবে পাওয়া যাচ্ছে ওয়ালনারের কালারাইজেশন প্রযুক্তির আরেকটি সংস্করণ।