ক্রীড়া ডেস্ক : তামিলনাড়ু একাদশের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ ‘এ’ দল এখন ভারতে। ২৫ অক্টোবর শুরু হয়েছে প্রথম চারদিনের ম্যাচ। প্রথম দিন শেষে ব্যাটিং করে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ২৩০ রান করেছে। কিন্তু তামিলনাড়ু একাদশের বিপক্ষেও রান-খরা কাটেনি সাবেক অধিনায়ক মুমিনুল হকের। ভারত সফরের দলে রাখা হয়েছিল সাবেক টেস্ট অধিনায়ককে। সফরে মুমিনুলকে নেওয়ার কারণ ছিল তার ব্যাড-প্যাচ কাটানো। তাই পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে তাকে দলে নেওয়া। সর্বশেষ ৯ ইনিংসে দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। অবস্থা এমন দাঁড়ায় যে, ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট একাদশেও জায়গা হারিয়েছেন। কিন্তু তামিলনাড়ুর স্থানীয় দলের বিপক্ষেও সুদিন ফিরলে তো! ৩ বলে ২ রান করে আউট হয়েছেন মুমিনুল। বাংলাদেশ তামিলনাড়ু একাদশের বিপক্ষে আগে ব্যাট করেছে। জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয় মাত্র ৩ রানে আউট হয়েছেন। তবে জাতীয় দল থেকে বাদ পড়া সাদমান ইসলাম খেলেছেন ৮৯ রানের ইনিংস। ১৯৪ বলে ৯ চারে তিনি নিজের ইনিংসটি সাজান। বাকি ব্যাটারদের মধ্যে কেবল অধিনায়ক মিঠুন রান পেয়েছেন। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার প্রথম দিন শেষে ৭৪ রান নিয়ে অপরাজিত আছেন। জয়ের মতো সাইফ হাসান বড় ইনিংস খেলতে পারেননি। তিনি ৩৮ রানে আউট হন। এছাড়া ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে এনামুল হক বিজয় ২ রান করে আউট হয়েছেন।
জনপ্রিয় সংবাদ