ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

সাত কলেজের শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচি আজ

  • আপডেট সময় : ০৮:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কমিশন গঠনের দাবিতে প্রায় ৫ ঘণ্টা রাজধানীর সায়েন্সল্যাবের সড়ক অবরোধ করে রাখেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে ৫টার দিকে সোমবারের (২৯ অক্টোবর) মতো তারা অবরোধ তুলে নেন। আজ বুধবার (৩০ অক্টোবর) আবার ‘ব্লকেড’ ঘোষণা করে সড়ক ছাড়েন তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাত কলেজের শিক্ষার্থীরা বলেন, সকাল ১১টা থেকে সায়েন্সল্যাব মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল হয়েছে। আমাদের কর্মসূচির সঙ্গে একই সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ‘আমলাতান্ত্রিক’ কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে বলে জানতে পেরেছি। সারাদিন আমাদের অবরোধ কর্মসূচি চললেও এ সভা থেকে এখন পর্যন্ত আমরা কোনও ইতিবাচক সাড়া পাইনি। আমাদের দাবি নিয়ে আলোচনা হয়েছে কিনা সে সম্পর্কেও আমরা অবগত নই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবিলম্বে শিক্ষাবিদ, শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করার দাবিতে আ বুধবার সকাল ১১টায় আবারও সায়েন্সল্যাব মোড়ে শান্তিপূর্ণ ব্লকেড কর্মসূচি পালিত হবে। একইসঙ্গে সোমবারের মতো ব্লকেড কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো।
এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রসঙ্গত, একই দাবিতে গত ২১ অক্টোবর ও ২৩ অক্টোবর সাইন্সল্যাব মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে ২ দফায় ২৪ ঘণ্টা করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এরপর গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রাথমিক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনকল্পে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাত কলেজের শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচি আজ

আপডেট সময় : ০৮:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক :স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কমিশন গঠনের দাবিতে প্রায় ৫ ঘণ্টা রাজধানীর সায়েন্সল্যাবের সড়ক অবরোধ করে রাখেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে ৫টার দিকে সোমবারের (২৯ অক্টোবর) মতো তারা অবরোধ তুলে নেন। আজ বুধবার (৩০ অক্টোবর) আবার ‘ব্লকেড’ ঘোষণা করে সড়ক ছাড়েন তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাত কলেজের শিক্ষার্থীরা বলেন, সকাল ১১টা থেকে সায়েন্সল্যাব মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল হয়েছে। আমাদের কর্মসূচির সঙ্গে একই সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ‘আমলাতান্ত্রিক’ কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে বলে জানতে পেরেছি। সারাদিন আমাদের অবরোধ কর্মসূচি চললেও এ সভা থেকে এখন পর্যন্ত আমরা কোনও ইতিবাচক সাড়া পাইনি। আমাদের দাবি নিয়ে আলোচনা হয়েছে কিনা সে সম্পর্কেও আমরা অবগত নই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবিলম্বে শিক্ষাবিদ, শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করার দাবিতে আ বুধবার সকাল ১১টায় আবারও সায়েন্সল্যাব মোড়ে শান্তিপূর্ণ ব্লকেড কর্মসূচি পালিত হবে। একইসঙ্গে সোমবারের মতো ব্লকেড কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো।
এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রসঙ্গত, একই দাবিতে গত ২১ অক্টোবর ও ২৩ অক্টোবর সাইন্সল্যাব মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে ২ দফায় ২৪ ঘণ্টা করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এরপর গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রাথমিক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনকল্পে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।