ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল স্কুলছাত্রের

  • আপডেট সময় : ১২:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

মহানগর প্রতিবেদন : অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মারা গেল মো. আলী হোসেন নামে এক স্কুলছাত্র। গতকাল রোববার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের বিজে প্রেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে। ১৭ বছর বয়সী আলী হোসেন তেজগাঁও বিজ্ঞান হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। সে তেজগাঁও কুনিয়াপাড়ায় পরিবারের সঙ্গে থাকতো। তাদের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার কৃষ্ণপুরে। তার বাবা আজমির হোসেন এবং সেলিনা বেগম। এ দম্পতির একমাত্র ছেলে ছিল আলী হোসেন। তাদের একটি মেয়েও আছে।
নিহতের বাবা আজমির হোসেন জানান, সকাল ৬টার দিকে কোচিংয়ের উদ্দেশে বাসা থেকে বের হয় তার ছেলে। সকাল ৮টার দিকে তিনি আলীর দুর্ঘটনার খবর পান। প্রথমে তাকে শমরিতা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা আলীকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার বর্ণনা দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী ঢাকা টাইমসকে বলেন, ‘পৌনে ৮টার দিকে বিজে প্রেস এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলাম। তখন একটি শব্দ শুনতে পাই। এগিয়ে গিয়ে ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তখন এক রিকশাচালকের মাধ্যমে তাকে শমরিতা হাসপাতালে পাঠাই।’ তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে তা আশপাশের লোকজন কেউ বলতে পারেনি বলে জানান এএসআই সুদর্শন রাজবংশী ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেট সময় : ১২:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

মহানগর প্রতিবেদন : অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মারা গেল মো. আলী হোসেন নামে এক স্কুলছাত্র। গতকাল রোববার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের বিজে প্রেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে। ১৭ বছর বয়সী আলী হোসেন তেজগাঁও বিজ্ঞান হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। সে তেজগাঁও কুনিয়াপাড়ায় পরিবারের সঙ্গে থাকতো। তাদের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার কৃষ্ণপুরে। তার বাবা আজমির হোসেন এবং সেলিনা বেগম। এ দম্পতির একমাত্র ছেলে ছিল আলী হোসেন। তাদের একটি মেয়েও আছে।
নিহতের বাবা আজমির হোসেন জানান, সকাল ৬টার দিকে কোচিংয়ের উদ্দেশে বাসা থেকে বের হয় তার ছেলে। সকাল ৮টার দিকে তিনি আলীর দুর্ঘটনার খবর পান। প্রথমে তাকে শমরিতা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা আলীকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার বর্ণনা দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী ঢাকা টাইমসকে বলেন, ‘পৌনে ৮টার দিকে বিজে প্রেস এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলাম। তখন একটি শব্দ শুনতে পাই। এগিয়ে গিয়ে ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তখন এক রিকশাচালকের মাধ্যমে তাকে শমরিতা হাসপাতালে পাঠাই।’ তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে তা আশপাশের লোকজন কেউ বলতে পারেনি বলে জানান এএসআই সুদর্শন রাজবংশী ।