আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত দিয়ে জাল টাকা প্রবেশ রোধে বিশেষ সতর্কতামূলক কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি চক্র সীমান্তপথে জাল টাকা বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও জাল টাকার প্রভাব মোকাবেলায় সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে ৩৩ বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি-এর নির্দেশনায় ভোমরা, কলারোয়া ও আশপাশের সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল জোরদার করা হয়েছে। ভোমরা স্থলবন্দরে তল্লাশি কার্যক্রম আরো কঠোর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় কোম্পানি ও বিওপি কমান্ডারদের নেতৃত্বে প্রতিপক্ষ বাহিনীর সঙ্গে সমন্বিত টহল পরিচালনা, স্থানীয় প্রশাসন ও আনসার সদস্যদের সহযোগিতায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতামূলক মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে। ৩৩ বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা ও দেশের অর্থনীতি সুরক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয় প্রশাসন ও জনগণকে সম্পৃক্ত করে জাল টাকার প্রবেশ রোধে কার্যক্রম অব্যাহত থাকবে।
সানা/আপ্র/১১/১১/২০২৫























