ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ ১২

  • আপডেট সময় : ০১:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে প্রতিপক্ষের লোকজনের ছোড়া বন্দুকের গুলিতে নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাত থেকে আট রাউন্ড গুলি চালায় পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইউনিয়নের গদাইপুর গ্রামে তুয়ারডাঙা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কয়েকজন সহযোগী ও সাবেক ইউপি সদস্য আব্দুছ ছত্তারকে সঙ্গে নিয়ে গদাইপুর গ্রামে অসুস্থ এক কর্মীকে দেখতে যাচ্ছিলেন শাহনেওয়াজ। এ সময় ইউপি নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অহিদুল ইসলামের বাড়ির ছাদের ওপর থেকে শাহনেওয়াজ ও তার লোকজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। শাহনেওয়াজসহ ১২ জন আহত হন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে। শাহনেওয়াজ অভিযোগ করে বলেন, ‘পরাজিত প্রার্থী অহিদুল ইসলাম নিজেই তার বাড়ির ছাদের ওপর থেকে গুলি করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ ১২

আপডেট সময় : ০১:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে প্রতিপক্ষের লোকজনের ছোড়া বন্দুকের গুলিতে নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাত থেকে আট রাউন্ড গুলি চালায় পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইউনিয়নের গদাইপুর গ্রামে তুয়ারডাঙা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কয়েকজন সহযোগী ও সাবেক ইউপি সদস্য আব্দুছ ছত্তারকে সঙ্গে নিয়ে গদাইপুর গ্রামে অসুস্থ এক কর্মীকে দেখতে যাচ্ছিলেন শাহনেওয়াজ। এ সময় ইউপি নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অহিদুল ইসলামের বাড়ির ছাদের ওপর থেকে শাহনেওয়াজ ও তার লোকজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। শাহনেওয়াজসহ ১২ জন আহত হন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে। শাহনেওয়াজ অভিযোগ করে বলেন, ‘পরাজিত প্রার্থী অহিদুল ইসলাম নিজেই তার বাড়ির ছাদের ওপর থেকে গুলি করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।’