আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: তীব্র শীত আর শৈত্যপ্রবাহের প্রভাবে সাতক্ষীরা পৌর এলাকা ও আশপাশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত পারদ উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। ফলে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি শীত অনুভব করছে মানুষ।
জেলা শহরের রাস্তায় ও হাসপাতালের আশপাশে দেখা যাচ্ছে, মানুষ গরম পোশাক, শাল বা কম্বল পরে, আবার কেউ কেউ আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছে। শীতে ঠান্ডা হাওয়ার দাপটে সাধারণ মানুষ কাজ করতে, বাজারে যেতে ও স্কুল-কলেজে যাওয়ায় দুর্ভোগে পড়েছে। স্কুল-কলেজে স্বাভাবিকের তুলনায় উপস্থিতি কমে যাচ্ছে।
সাম্প্রতিক আবহাওয়ার পূর্বাভাসে দেখা গেছে সাতক্ষীরায় শৈত্যপ্রবাহের সময় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৮.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে এসেছে, যা ব্যাপক শীত অনুভূতি তৈরি করেছে।
শীতের কারণে শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। খোঁজ নিয়ে জানা গেছে, ডাক্তার ও হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে।
সানা/আপ্র/১০/০১/২০২৬





















