ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সাতক্ষীরায় কমেনি এলপিজির খুচরা মূল্য, বিক্রি হচ্ছে ১৩৭০ টাকা!

  • আপডেট সময় : ০৯:২৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক এলপিজির গ্যাসের দাম কমালেও কমেনি সাতক্ষীরায়। সোমবার (৩ নভেম্বর) সাতক্ষীরায় এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৩৭০ টাকা।

অথচ চলতি নভেম্বরে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আরো কম। জানা গেছে, ২৬ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১২১৫ টাকা। গত রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকেই এ দর কার্যকর হয়েছে। নভেম্বরে এলপিজির সঙ্গে দাম কমেছে অটোগ্যাসেরও। ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা। রোববার বিকেলে রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে অক্টোবরেও ২৯ টাকা কমানো হয়েছিল এলপিজির দাম। ওই সময় প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৪১ টাকা। সেই সঙ্গে অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে গত মাসে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এ ব্যাপারে দৃষ্টি আর্কষণ করলে ভোক্তা অফিসের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভীর বলেন ব্যাপারটা দেখছি।

রিয়াজ/সানা/আপ্র/০৩/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সাতক্ষীরায় কমেনি এলপিজির খুচরা মূল্য, বিক্রি হচ্ছে ১৩৭০ টাকা!

আপডেট সময় : ০৯:২৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক এলপিজির গ্যাসের দাম কমালেও কমেনি সাতক্ষীরায়। সোমবার (৩ নভেম্বর) সাতক্ষীরায় এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৩৭০ টাকা।

অথচ চলতি নভেম্বরে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আরো কম। জানা গেছে, ২৬ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১২১৫ টাকা। গত রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকেই এ দর কার্যকর হয়েছে। নভেম্বরে এলপিজির সঙ্গে দাম কমেছে অটোগ্যাসেরও। ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা। রোববার বিকেলে রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে অক্টোবরেও ২৯ টাকা কমানো হয়েছিল এলপিজির দাম। ওই সময় প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৪১ টাকা। সেই সঙ্গে অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে গত মাসে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এ ব্যাপারে দৃষ্টি আর্কষণ করলে ভোক্তা অফিসের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভীর বলেন ব্যাপারটা দেখছি।

রিয়াজ/সানা/আপ্র/০৩/১১/২০২৫