নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র সচল রয়েছে। তবে, এই প্রকল্প নির্মাণের পর প্রকল্প পরিচালক ৬ হাজার ৫৭১ কোটি টাকার কোনো হিসাব দেননি। পিডি বর্তমানে পলাতক রয়েছেন। প্রকল্প নির্মাণে আমাদের সবারই তদারকি বাড়ানো উচিত। বুধবার (৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এসব কথা বলেন।
একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকার ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮১২ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৫ কোটি ৬ লাখ টাকা। প্রধান উপদেষ্টা এবং একনেক-এর চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, মাতারবাড়ি প্রকল্পে কিছু সমস্যা রয়েছে। এখানে নিম্নমানের কয়লা ব্যবহার করা হচ্ছে। দূষিত কয়লা পাওয়া গেছে এবং তা পরীক্ষার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের বয়লারে ছাই পাওয়া গেছে এবং রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করা হচ্ছে না। তিনি উল্লেখ করেন, হাতিরঝিলের পানি দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এটি পরিষ্কার করা প্রয়োজন। মশা বিস্তার লাভ করছে। দেশে বেড়িবাঁধ ভাঙনের সমস্যা রয়েছে, যার জন্য একটি কমিটি গঠন করে তদন্ত করা হবে। আন্তঃমন্ত্রণালয় তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজকের প্রত্যাশা/কেএমএএ