খাগড়াছড়ি সংবাদদাতা: রাঙামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জীপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম রুবিনা আক্তার রিংকি। আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে পাহাড়ি সড়কে জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবিনা আক্তার রিংকি মারা যান। দুর্ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, আহতদের চিকিৎসা চলছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এসি/আপ্র/১৭/০৯/২০২৫