ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

সাগর-রুনি হত্যার রহস্য উদ্ঘাটন শিগগির: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০১:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : খুব দ্রুতই সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদ্ঘাটন করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘আমি চেষ্টা করব যাতে খুব জলদি এটার ব্যবস্থা নিতে পারি।’
গতকাল রোববার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহামান্য আদালত র‌্যাবকে দায়িত্ব দিয়েছে। র‌্যাব এটা নিয়ে কাজ করছে, আমাদের গোয়েন্দা সংস্থাও কাজ করছে। আমরা আশা করি শিগগির ঘটনাটা কী ঘটেছিল, কে কে দায়ী ছিল এগুলো বের করতে পারবো। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’
মন্ত্রী বলেন, ‘এটা আমার নির্বাচনী এলাকায়ই হয়েছিল। আমিও দৌড়ে গিয়েছিলাম। আমিও মনে করি এটা যথেষ্ট দেরি হয়েছে। আমি চেষ্টা করবো যাতে খুব জলদি এটার ব্যবস্থা নিতে পারি।’ সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকা- ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সংঘটিত হয়। যেখানে সাংবাদিক দম্পতি সাগর-রুনি তাদের পেশাগত দৃঢ় কর্মকা-ের কারণে ঢাকায় নিজ বাসভবনে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক উভয়েই ছুরিকাঘাতে নিহত হন। এই হত্যাকা-ের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। কিন্তু ১০ বছরেও মামলার বিচারই শুরু করা যায়নি। বিচার তো দূরের কথা, এখনো আদালতে তদন্ত প্রতিবেদনই জমা দিতে পারেননি তদন্ত কর্মকর্তারা। একের পর এক তদন্ত কর্মকর্তা বদলে গেছেন। আদালতে ৮৫ বার পেছানো হয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। যদিও এই সাংবাদিক দম্পতি হত্যাকা-ের বিচার দাবিতে বিভিন্ন সময় রাজপথে আন্দোলন করেছেন তাদের সহকর্মীরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাগর-রুনি হত্যার রহস্য উদ্ঘাটন শিগগির: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : খুব দ্রুতই সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদ্ঘাটন করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘আমি চেষ্টা করব যাতে খুব জলদি এটার ব্যবস্থা নিতে পারি।’
গতকাল রোববার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহামান্য আদালত র‌্যাবকে দায়িত্ব দিয়েছে। র‌্যাব এটা নিয়ে কাজ করছে, আমাদের গোয়েন্দা সংস্থাও কাজ করছে। আমরা আশা করি শিগগির ঘটনাটা কী ঘটেছিল, কে কে দায়ী ছিল এগুলো বের করতে পারবো। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’
মন্ত্রী বলেন, ‘এটা আমার নির্বাচনী এলাকায়ই হয়েছিল। আমিও দৌড়ে গিয়েছিলাম। আমিও মনে করি এটা যথেষ্ট দেরি হয়েছে। আমি চেষ্টা করবো যাতে খুব জলদি এটার ব্যবস্থা নিতে পারি।’ সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকা- ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সংঘটিত হয়। যেখানে সাংবাদিক দম্পতি সাগর-রুনি তাদের পেশাগত দৃঢ় কর্মকা-ের কারণে ঢাকায় নিজ বাসভবনে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক উভয়েই ছুরিকাঘাতে নিহত হন। এই হত্যাকা-ের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। কিন্তু ১০ বছরেও মামলার বিচারই শুরু করা যায়নি। বিচার তো দূরের কথা, এখনো আদালতে তদন্ত প্রতিবেদনই জমা দিতে পারেননি তদন্ত কর্মকর্তারা। একের পর এক তদন্ত কর্মকর্তা বদলে গেছেন। আদালতে ৮৫ বার পেছানো হয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। যদিও এই সাংবাদিক দম্পতি হত্যাকা-ের বিচার দাবিতে বিভিন্ন সময় রাজপথে আন্দোলন করেছেন তাদের সহকর্মীরা।