ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫

সাগরে হারানোর ৮ মাস পর পাওয়া ক্যামেরার ভিডিও অক্ষত

  • আপডেট সময় : ০৬:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: কানাডার ভিক্টোরিয়া উপকূলে আট মাস আগে পানিতে পড়ে গিয়েছিল একটি ক্যামেরা। সম্প্রতি একজন ডুবুরি সেই ক্যামেরা উদ্ধার করেছেন। ফিরিয়ে দিয়েছেন মালিককে। মজার বিষয় হলো, ক্যামেরার সব ভিডিও অক্ষত রয়েছে।

কেন কিলি বলেন, তিনি ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া উপকূলের অগডেন পয়েন্টে সাগরে নেমেছিলেন। ডুবুরি হিসেবে তাঁদের অভিজ্ঞতা একেবারে খারাপ নয়। সাগরে পানির ৩০ ফুট নিচে গিয়ে তাঁরা একটি গো প্রো ক্যামেরা পড়ে থাকতে দেখেন।

কিলি বলেন, তিনি ক্যামেরাটি তুলে দেখেন, তাতে কিছুটা পানি ঢুকে গেছে। তবে এসডি কার্ডটি অক্ষত আছে। পরীক্ষা করে দেখেন, এতে বেশ কয়েকটি ভিডিও ক্লিপ রয়েছে। ক্যামেরাটি কীভাবে পানিতে পড়েছে, সেটাও একটি ভিডিওতে দেখা যায়।

কিলি গ্লোবাল নিউজকে বলেন, যখন ক্যামেরাটি সাগরের তলদেশে গিয়ে ঠেকে, তখন লেন্সের দিকটি ঊর্ধ্বমুখী ছিল। সাগরের তলদেশে আছড়ে পড়ার একটু পরই ক্যামেরার সামনে একটি কাঁকড়াকে আসতে দেখা যায়।

কিলি ক্যামেরাটি উদ্ধারের পর মালিককে খুঁজে পাওয়ার চেষ্টা করেন। এ জন্য তিনি একটা কৌশলও নেন। ক্যামেরার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। তাঁর পোস্টটি ভাইরাল হয়ে যায়। ঘটনাক্রমে তাঁর এই ভিডিওর পোস্টটি ক্যামেরার মালিকের মায়ের চোখে পড়ে।

ক্যামেরার মালিক সাই লালর বলেন, ‘একটি ভিডিওতে মানুষের কণ্ঠ শুনে আমার মা বুঝতে পারেন, আরে, এ তো তাঁর সন্তানের কণ্ঠ। তিনি আমাকে বলেন, এই ভিডিওতে যাঁর কণ্ঠ শোনা যাচ্ছে, সেটা অনেকটা তোমার মতো।’

এরপরই লালর সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ক্লিপ পোস্ট করা কিলির সঙ্গে যোগাযোগ করেন। পরে গত মঙ্গলবার লালরের সঙ্গে দেখা করেন কিলি। তাঁর উদ্দেশ্য ছিল, ক্যামেরা ও এসডি কার্ড আসল মালিকের হাতে তুলে দেওয়া।

লালর বলেন, ‘আমি ভেবেছিলাম, কেউ হয়তো কখনো এই ক্যামেরা সাগরে পেয়ে থাকবেন। কিন্তু আমার পক্ষে এই ক্যামেরা ফিরে পাওয়ার আশা একেবারে ক্ষীণ।’ তিনি বলেন, ‘ক্যামেরা হারানো যেমন বেদনার ছিল, ফিরে পাওয়াটা তেমনই দারুণ বিষয়।’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে ব্যবস্থা নেবে কানাডা: ট্রুডো

সাগরে হারানোর ৮ মাস পর পাওয়া ক্যামেরার ভিডিও অক্ষত

আপডেট সময় : ০৬:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

প্রযুক্তি ডেস্ক: কানাডার ভিক্টোরিয়া উপকূলে আট মাস আগে পানিতে পড়ে গিয়েছিল একটি ক্যামেরা। সম্প্রতি একজন ডুবুরি সেই ক্যামেরা উদ্ধার করেছেন। ফিরিয়ে দিয়েছেন মালিককে। মজার বিষয় হলো, ক্যামেরার সব ভিডিও অক্ষত রয়েছে।

কেন কিলি বলেন, তিনি ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া উপকূলের অগডেন পয়েন্টে সাগরে নেমেছিলেন। ডুবুরি হিসেবে তাঁদের অভিজ্ঞতা একেবারে খারাপ নয়। সাগরে পানির ৩০ ফুট নিচে গিয়ে তাঁরা একটি গো প্রো ক্যামেরা পড়ে থাকতে দেখেন।

কিলি বলেন, তিনি ক্যামেরাটি তুলে দেখেন, তাতে কিছুটা পানি ঢুকে গেছে। তবে এসডি কার্ডটি অক্ষত আছে। পরীক্ষা করে দেখেন, এতে বেশ কয়েকটি ভিডিও ক্লিপ রয়েছে। ক্যামেরাটি কীভাবে পানিতে পড়েছে, সেটাও একটি ভিডিওতে দেখা যায়।

কিলি গ্লোবাল নিউজকে বলেন, যখন ক্যামেরাটি সাগরের তলদেশে গিয়ে ঠেকে, তখন লেন্সের দিকটি ঊর্ধ্বমুখী ছিল। সাগরের তলদেশে আছড়ে পড়ার একটু পরই ক্যামেরার সামনে একটি কাঁকড়াকে আসতে দেখা যায়।

কিলি ক্যামেরাটি উদ্ধারের পর মালিককে খুঁজে পাওয়ার চেষ্টা করেন। এ জন্য তিনি একটা কৌশলও নেন। ক্যামেরার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। তাঁর পোস্টটি ভাইরাল হয়ে যায়। ঘটনাক্রমে তাঁর এই ভিডিওর পোস্টটি ক্যামেরার মালিকের মায়ের চোখে পড়ে।

ক্যামেরার মালিক সাই লালর বলেন, ‘একটি ভিডিওতে মানুষের কণ্ঠ শুনে আমার মা বুঝতে পারেন, আরে, এ তো তাঁর সন্তানের কণ্ঠ। তিনি আমাকে বলেন, এই ভিডিওতে যাঁর কণ্ঠ শোনা যাচ্ছে, সেটা অনেকটা তোমার মতো।’

এরপরই লালর সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ক্লিপ পোস্ট করা কিলির সঙ্গে যোগাযোগ করেন। পরে গত মঙ্গলবার লালরের সঙ্গে দেখা করেন কিলি। তাঁর উদ্দেশ্য ছিল, ক্যামেরা ও এসডি কার্ড আসল মালিকের হাতে তুলে দেওয়া।

লালর বলেন, ‘আমি ভেবেছিলাম, কেউ হয়তো কখনো এই ক্যামেরা সাগরে পেয়ে থাকবেন। কিন্তু আমার পক্ষে এই ক্যামেরা ফিরে পাওয়ার আশা একেবারে ক্ষীণ।’ তিনি বলেন, ‘ক্যামেরা হারানো যেমন বেদনার ছিল, ফিরে পাওয়াটা তেমনই দারুণ বিষয়।’