প্রত্যাশা ডেস্ক : সাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়েছে। অন্যদিকে শীতের আবহে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পঞ্চগড়ে। আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এই লঘুচাপটি পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও বেশি শক্তিশালী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে লঘুচাপটির একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের শীতে সর্বনি¤œ তাপমাত্রা এই প্রথম ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে।
গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তখন ঢাকায় তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিন সকাল ৬ টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত ঢাকায় উত্তর/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইবে বলে আভাস দেওয়া হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি ভোরের দিকে দেশের বিভিন্ন জায়গায় কুয়াশা পড়তে পারে।
সাগরে লঘুচাপ, এদিকে তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে
ট্যাগস :
সাগরে লঘুচাপ
জনপ্রিয় সংবাদ